৯৫ বছর বয়সে প্রয়াত হলেন ভারতের প্রবীণতম ক্রিকেটার তথা প্রাক্তন অধিনায়ক দত্তাজিরাও গায়কোয়াড়। ভারতের একমাত্র প্রবীণতম জীবিত ক্রিকেটার ছিলেন দত্তজিরাও গায়কোয়াড়। যিনি প্রাক্তন ভারতীয় ওপেনার অংশুমান গায়কোয়াড়ের পিতা। মঙ্গলবার সকালে বরোদা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শেষ ১২ দিন ধরে ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
প্রবীণ ক্রিকেটারের মৃত্যুতে বিসিসিআই জানায়, "ভারতের প্রাক্তন অধিনায়ক এবং ভারতের সবচেয়ে প্রবীণ টেস্ট ক্রিকেটার দত্তজিরাও গায়কোয়াড়ের মৃত্যুতে বিসিসিআই গভীর শোকজ্ঞাপন করছে। তিনি ১১টি টেস্ট খেলেছেন এবং ১৯৫৯ সালে ভারতের ইংল্যান্ড সফরে দলের নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর নেতৃত্বেই ফাইনালে সার্ভিসেসকে পরাজিত করে বরোদা ১৯৫৭-৫৮ মরসুমে রঞ্জি ট্রফি জিতেছিল। বোর্ড গায়কোয়াড়ের পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানায়"।
ইরফান পাঠান নিজের এক্স হ্যান্ডেলে দত্তাজিরাওয়ের মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন, মতিবাগ ক্রিকেট মাঠে বটগাছের ছায়ায় তাঁর নীল মারুতি গাড়ি থেকে ভারতীয় অধিনায়ক ডি.কে. গায়কোয়াড় স্যার অক্লান্তভাবে বরোদা ক্রিকেটের জন্য তরুণ প্রতিভা খুঁজতেন। তাঁর না থাকা গভীরভাবে অনুভূত হবে যা ক্রিকেটের জন্য বড় ক্ষতি।
উল্লেখ্য, ভারতের হয়ে মোট ১১টি টেস্ট খেলেছিলেন দত্তাজিরাও গায়কোয়াড়। ১৯৫২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয় এই ডানহাতি ব্যাটারের। ১৯৫৯ সালে ইংল্যান্ড সফরে ভারতের অধিনায়কত্ব করেছিলেন তিনি। রঞ্জি ট্রফিতে ১৯৪৭-১৯৬১ পর্যন্ত বরোদার হয়ে প্রতিনিধিত্ব করেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর মোট সংগ্রহ ৩১৩৯ রান। সর্বোচ্চ রান করেছিলেন অপরাজিত ২৪৯, মহারাষ্ট্রের বিরুদ্ধে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন