অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে আর ব্যাট হাতে টেস্ট খেলতে দেখা যাবে না তারকা অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে। পাকিস্তানের বিরুদ্ধে আউট হয়ে ফিরে যাওয়ার সময় গোটা মেলবোর্ন তাঁকে সম্মান জানিয়েছে।
পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজই ওয়ার্নারের ক্রিকেট জীবনের শেষ টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়ার সিডনিতে টেস্ট খেলে সাদা জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে ওয়ার্নার। বৃহস্পতিবার যদিও ৬ রানে ফিরতে হয় ওয়ার্নারকে। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ৩৮ রান। এই মেলবোর্ন ক্রিকেটা গ্রাউন্ডেই টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক করেছিলেন ওয়ার্নার। শুধুমাত্র এই মাঠেই দেশের হয়ে ৯০০-র বেশি রান রয়েছে ওয়ার্নারের।
মির হামজার বলে আউট হয়ে ফিরতে হয় অজি ব্যাটারকে। সকল দর্শক উঠে দাঁড়িয়ে তাঁকে বিদায় জানান। ড্রেসিংরুমে ফিরে যাওয়ার সময় ওয়ার্নার দর্শকাসনে থাকা একটি শিশুকে নিজের গ্লাভস উপহার দেন। সেই দৃশ্যও ক্যামেরাবন্দি হয়েছে।
এখনও পর্যন্ত ১১০ টি টেস্ট ম্যাচের মধ্যে ২০১টি ইনিংস খেলেছেন ওয়ার্নার। রান করেছেন ৮৬৫১। সর্বোচ্চ রান করেছেন ৩৩৫। ৩ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়া পাকিস্তানের বিরুদ্ধে খেলবে তৃতীয় টেস্ট। সেটিই হবে ওয়ার্নারের শেষ টেস্ট ম্যাচ। অজি বোর্ডের কাছে তিনি অনুরোধ করেছিলেন যে, শেষ টেস্ট যেন সিডনিতে খেলতে দেওয়া হয় তাঁকে। তারকা ব্যাটারের সেই অনুরোধ রাখে অজি বোর্ড।
অন্যদিকে, অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩১৮ রান করে। জবাবে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয় ২৬৪ রানে। প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়া ৬ উইকেটের বিনিময়ে ১৮৭ রান করেছে দ্বিতীয় ইনিংসে। ২৪১ রানে লিড করছে অজিরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন