Davis Cup 2023: জুকির হারের পর ভারতের আশা বাঁচিয়ে রাখলেন সুমিত নাগাল

প্রথম সেটে হারলেও দ্বিতীয় এবং তৃতীয় সেট জিতে নেন বিশ্বের ৫০৬ নম্বরে থাকা ভারতীয় তারকা। ২৫ বর্ষীয় নাগাল স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রেখে হোলমগ্রেনকে ৪-৬, ৬-৩, ৬-৪ ব্যবধানে হারিয়ে দেন।
সুমিত নাগাল
সুমিত নাগালছবি - সুমিত নাগালের ট্যুইটার হ্যান্ডেল
Published on

ভারতের আশা বাঁচিয়ে রাখলেন সুমিত নাগাল। ডেভিস কাপের বিশ্ব গ্রুপ প্লে-অফ টাইতে ডেনমার্কের বিরুদ্ধে পিছিয়ে পড়া ভারতকে সমতা এনে দিলেন তিনি। সুমিত হারালেন কঠিন প্রতিপক্ষ অগাস্ট হোলমগ্রেনকে। এর ফলে ১-১ ব্যবধানে সমতায় ফিরল ইন্ডিয়া।

শুক্রবার জুকি ভামব্রি উদ্বোধনী ম্যাচে হেরে যাওয়ার পর দ্বিতীয় সিঙ্গলস জিতেছেন সুমিত। ভামব্রির সামনে প্রতিপক্ষ ছিলেন বিশ্বের নয় নম্বর হোলগার রুন। ডেনমার্কের শীর্ষ সিঙ্গলস খেলোয়াড়ের বিপক্ষে কোনোরকম লড়াই দিতে পারেননি জুকি। মাত্র ৫৮ মিনিটেই ৬-২, ৬-২ সেটে ম্যাচ জিতে নেন হোলগার।

জুকি না পারলেও এদিন দুর্দান্ত খেললেন সুমিত। প্রথম সেটে হারলেও দ্বিতীয় এবং তৃতীয় সেট জিতে নেন বিশ্বের ৫০৬ নম্বরে থাকা ভারতীয় তারকা। ২৫ বর্ষীয় নাগাল স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রেখে হোলমগ্রেনকে ৪-৬, ৬-৩, ৬-৪ ব্যবধানে হারিয়ে দেন। দুই পক্ষের কঠিন লড়াই চলে ২ ঘন্টা ২৭ মিনিট ধরে। অগাস্ট হলমগ্রেন গত বছর NCAA কলেজ টেনিস ফাইনালিস্ট ছিলেন। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালিস্ট বেন শেলটনের কাছে হেরেছিলেন।

তাই অগাস্ট হলমগ্রেনের বিরুদ্ধে সুমিতের এই জয়টা একটি খুব কঠিন জয় ছিল বলে বিশেষজ্ঞরা মনে করছেন। শনিবার ডাবলস এবং রিভার্স সিঙ্গলসে মাঠে নামবে ভারতীয় দল। ভারত যদি এই টাই হেরে যায় তবে, তারা বিশ্ব গ্রুপ-টু'তে অবনমিত হয়ে যাবে।

সুমিত নাগাল
ডোপিং-এর দায়ে কড়া শাস্তি, ২১ মাস নির্বাসিত ভারতের তারকা জিমন্যাস্ট!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in