ডেনমার্কের বিরুদ্ধে ডেভিস কাপের দল ঘোষণা AITA-এর, দলে ফিরলেন যুকি, বাদ সুমিত নাগাল

গ্র্যাস কোর্টের কথা মাথায় রেখে ডেনমার্কের বিরুদ্ধে ভারতীয় দলে চমক দেখিয়ে ফিরেছেন যুকি ভাম্ব্রি। জায়গা হয়েছে রামকুমার রামানাথনেরও। তবে বাদ পড়েছেন সুমিত নাগাল।
সুমিত নাগাল
সুমিত নাগালফাইল চিত্র
Published on

দিল্লিতে পরের মাসেই ডেনমার্কের বিরুদ্ধে ডেভিস কাপ টাইয়ে মুখোমুখি হবে ভারত। সেই উদ্দেশ্যেই পাঁচ সদস্যের দল ঘোষণা করেছে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন। গ্র্যাস কোর্টের কথা মাথায় রেখে ডেনমার্কের বিরুদ্ধে ভারতীয় দলে চমক দেখিয়ে ফিরেছেন যুকি ভাম্ব্রি। জায়গা হয়েছে রামকুমার রামানাথনেরও। তবে বাদ পড়েছেন সুমিত নাগাল। ঘাসের কোর্টে খেলার জন্যই নাগালকে পাঁচ সদস্যের দলে নেওয়া হয়নি বলে জানা গিয়েছে। আগামী মার্চ মাসের ৪ ও ৫ তারিখে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে দিল্লিতে এই টাই অনুষ্ঠিত হবে।

ভারতের স্কোয়াডে রয়েছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ১৮২ নম্বরে থাকা রামকুমার রামানাথন, ২২৮ নম্বরে থাকা প্রজনেশ গুনেশ্বরণ, ৮৬৩ নম্বরে থাকা যুকি ভাম্ব্রি। এছাড়াও রয়েছেন দুই অভিজ্ঞ ডবলস খেলোয়াড় রোহন বোপান্না এবং দ্বিবিজ শরণ। রিভার্স খেলোয়াড় হিসেবে স্কোয়াডের সঙ্গে রয়েছেন সাকেত মাইনেনি এবং দ্বিগবিজয় প্রতাপ সিং।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ২২২ নম্বরে থাকা সুমিত নাগালের দলে জায়গা হয়নি। তার কারণ গ্র্যাস কোর্টে খেলা। যা কিনা একেবারেই পছন্দ নয় নাগালের। দল নির্বাচনের ক্ষেত্রে তাই কোর্টের চরিত্রের কথা মাথায় রেখে এআইটিএ নাগালকে বাদ দিলেন। আর এই গ্র্যাস কোর্টের কথা মাথায় রেখে দলে ফেরানো হলো যুকি ভাম্ব্রিকে।

১৯৮৪ সালের সেপ্টেম্বর মাসে শেষবার ভারত ও ডেনমার্ক ডেভিস কাপে একে অপরের বিরুদ্ধে খেলেছিল। সে বার আরহুসে ৩-২ ফলে ডেনিশদের বিপক্ষে জয়লাভ করেছিলো ভারত। সেই জয় ভারতীয় দল ধরে রাখতে পারে কিনা তা সময়ই বলবে।

সুমিত নাগাল
IPL 2022: আইপিএলের আসর বসবে ভারতেই! কী জানালেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in