সারদাকাণ্ডে দীর্ঘদিন জেল খেটেছেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। এবার ফের বিপাকে পড়লেন লাল হলুদ কর্তা। এবার ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটেও নাম রয়েছে দেবব্রত সরকারের বলে সূত্রের খবর।
মঙ্গলবার আদালতে সারদাকাণ্ডের চার্জশিট জমা দিয়েছে ইডি। ইডি সূত্রের খবর, দেবব্রত সরকার ছাড়াও প্রাক্তন ডিজি রজত মজুমদার, দেবেন্দ্রনাথ বিশ্বাস, সজ্জন আগরওয়ালের কথাও উল্লেখ করা হয়েছে চার্জশিটে। এই নিয়ে সারদাকাণ্ডে দ্বিতীয় চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই চার্জশিটে বেশ কয়েকটি সংস্থার কথা উল্লেখ করা হয়েছে।
ইডি জানিয়েছে, এই চার্জশিটে যাঁদের নাম রয়েছে তাঁরা প্রত্যেকেই কোনও না কোনও ভাবে সারদার কাছ থেকে উপকৃত হয়েছে। শোনা যায়, ইস্টবেঙ্গল ক্লাবের স্পনসরশিপ বাবদ সুদীপ্ত সেনের থেকে প্রায় ৪ কোটি টাকা নিয়েছিলেন দেবব্রত সরকার।
প্রসঙ্গত, চলতি বছরেই ইস্টবঙ্গল কর্তার স্থাবর অস্থাবর মিলিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। ইডির তরফ থেকে জানানো হয়েছিল, আয়ের সাথে সম্পত্তির হিসেব না মেলায় সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। সম্পত্তির সাথে সারদায় টাকার যোগ ছিল বলেই জানায় ইডি।
২০১৩ সালে সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসতেই একাধিক কেন্দ্রীয় সংস্থা তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে দেবব্রত সরকারের নামও। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। ২০০৮-২০১৩ সাল পর্যন্ত মোহনবাগান, কালীঘাট, ইস্টবেঙ্গল ও ভবানীপুর স্পোর্টিং এই ক্লাবগুলিকে আর্থিক সাহায্য করেছিল সারদা গোষ্ঠী বলে জানা গেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন