গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে আগুন ঝরান দীপ্তি শর্মা। মাত্র ১৫ রান খরচ করে তুলে নেন ৩ উইকেট। স্টেফানি টেলর, শেমাইন ক্যাম্পবেল এবং অ্যাফি ফ্লেচারকে ফেরান তিনি। আর এই তিন উইকেট নেওয়ার সাথে সাথেই বড় নজির গড়লেন বাংলার এই বোলার।
প্রথম ভারতীয় হিসেবে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফর্ম্যাটে ১০০ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। পুরুষদের ক্রিকেটেও এই নজির কোনো ভারতীয়র নেই। বাংলার হয়ে খেলা দীপ্তি ৮৯ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করলেন। ভারতীয় মহিলাদের টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট নেওয়ার তালিকায় দীপ্তির পরেই রয়েছেন পুনম যাদব (৯৮), রাধা যাদব (৬৭), রাজেশ্বরী গায়কওয়াড (৫৮), ঝুলন গোস্বামী (৫৬) এবং একতা বিষ্ট (৫৩)। পুরুষদের ক্রিকেটে ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক যুজবেন্দ্র চাহাল। ৭৫ ম্যাচে ৯১ উইকেট নিয়েছেন তিনি।
বল হাতে দীপ্তির দাপটেই ওয়েস্ট ইন্ডিজকে এদিন ৬ উইকেটে ১১৮ রানে বেঁধে ফেলে হরমনপ্রীতরা। জবাবে ব্যাট করতে নেমে ১১ বল এবং ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ব্যাট হাতে এদিন ৪৪* রানে অপরাজিত থাকেন রিচা ঘোষ। ৩৩ রান করেন হরমনপ্রীত কৌর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন দীপ্তি। ১০০ উইকেট নিতে পারায় বেশ খুশি তিনি। তবে দেশকে বিশ্বকাপ জেতানোই তাঁর প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন দীপ্তি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন