Sourav Ganguly: দিল্লি ক্যাপিটালসের সাথে সম্পর্ক ছিন্ন হচ্ছে সৌরভের! জল্পনা তুঙ্গে

People's Reporter: গত ২ বছর সৌরভ দিল্লির ডিরেক্টর ছিলেন আর ২ বছরই চূড়ান্ত ব্যর্থ হয় দিল্লি। মহিলাদের প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালস ও প্রিটোরিয়া ক্যাপিটালসে সৌরভই দলের ডিরেক্টর থাকবেন।
সৌরভ গাঙ্গুলি
সৌরভ গাঙ্গুলিছবি - সংগৃহীত
Published on

আইপিএলে দিল্লি ক্যাপিটালস থেকে একপ্রকার ছাঁটাই হচ্ছেন সৌরভ গাঙ্গুলি! শোনা যাচ্ছে দিল্লি ম্যানেজমেন্ট, জিএমআর গ্রুপ ও জেএসডব্লিউ গ্রুপ এই দুই সংস্থা আগামী ২ বছর দিল্লি ক্যাপিটালস চালাবে। তারা শুধু প্লেয়ার আর কোচ রিকি পন্টিংকে সরিয়ে থামতে চান না। পুরো সাপোর্ট স্টাফ গ্রুপেও বদল চান। সেই কারণে সৌরভকে সরতে হচ্ছে।

গত ২ বছর সৌরভ দিল্লির ডিরেক্টর ছিলেন আর ২ বছরই চূড়ান্ত ব্যর্থ হয় দিল্লি। তবে জিন্দাল গোষ্ঠী আগামী ২ বছর মহিলা আইপিএল দলের দায়িত্বতে থাকবে। মহিলাদের প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালস ও প্রিটোরিয়া ক্যাপিটালসে সৌরভই দলের ডিরেক্টর থাকবেন। পুরুষ দলের ডিরেক্টর হিসেবে আসছেন প্রাক্তন ক্রিকেটার বেনুগোপাল রাও।

আর দিল্লির কোচ হবেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হেমঙ্গ বাদানি। এবারে প্রশ্ন সৌরভ আগামী ২ বছর কী করবেন? সৌরভ ঘনিষ্ঠরা বলছেন বিষয়টা ভালোভাবে মেনে নিতে পারছেন না মহারাজ। এটা তাঁর কাছে সান্ত্বনা পুরস্কার ছাড়া আর কিছুই না।

২০২৫ সালে সিএবি নির্বাচন। বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর। সৌরভকে ফের সিএবি সভাপতি দেখলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। কারণ ভারতীয় ক্রিকেট সংস্থা বিসিসিআইতে সৌরভের ফেরার কোনও সম্ভাবনা আপাতত নেই।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in