শনিবার আরও একটি দুঃস্বপ্নের রাত কাটালো দিল্লি ক্যাপিটালসের। এই নিয়ে টানা পাঁচ ম্যাচ হারলেন ডেভিড ওয়ার্নাররা। দিল্লির এই লাগাতার হারের কারণ হিসেবে দিল্লির ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গাঙ্গুলিকে কটাক্ষ করলেন দেশের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।
শাস্ত্রী এবং সৌরভের সম্পর্ক যে মধুর নয়, তা প্রায় সকলেরই জানা। অনেকে মনে করেন হেড কোচের পদ থেকে শাস্ত্রীর অপসারণের জন্য সৌরভের ভূমিকা ছিল। এখন দিল্লি ক্যাপিটালস লাগাতার হেরে চলেছে। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ম্যাচ চলাকালীন ধারাভাষ্য দিতে গিয়ে তাই সৌরভকে খোঁচা দিতে ছাড়লেন না শাস্ত্রী।
শাস্ত্রী বলেন, "বিশেষ করে অন্য দলগুলো যেভাবে চলছে তার সাথে তাল মিলিয়ে চলতে পারছে না দিল্লি ক্যাপিটালস। আপনি পর পর হেরেছেন, যেখান থেকে ফিরে আসা খুব কঠিন। কিন্তু সেই ডাগআউটে এমন মানুষ আছে যারা হারতে অভ্যস্ত নয়। রিকি পন্টিং একজন। ডেভিড ওয়ার্নারও।"
শাস্ত্রী অবশ্য তখন সৌরভের নাম নেননি। তবে এরপর যখন সহ ধারাভাষ্যকার সাইমন ডুল বলেন, "সৌরভ গাঙ্গুলিও আছেন ওখানে। সৌরভ আগে বিসিসিআই-এর প্রেসিডেন্ট ছিলেন।" তখন, শাস্ত্রীকে বলতে শোনা যায়, "ওখানেই হয়তো ভালো ছিল।"
লাগাতার ব্যর্থ হয়ে চলেছে দিল্লি ক্যাপিটালস। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবিকে ১৭৪ রানে আটকাতে সক্ষম হলেও লক্ষ্য তাড়া করতে নেমে ১৫১ রানই সংগ্রহ করতে পেরেছে দিল্লি। ২৩ রানে জয় তুলে নেয় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন