সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ করলেন কুস্তিগীর ভীনেশ ফোগাট। তাঁর অভিযোগ, ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে যে সমস্ত মহিলা কুস্তিগীর সাক্ষ্য দিতেন তাঁদের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে।
এক্স মাধ্যমে দিল্লি পুলিশ, দিল্লি মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশনকে উদ্দেশ্য করে সদ্য প্যারিস অলিম্পিক্স থেকে দিল্লিতে ফেরা ভীনেশ ফোগাট জানান, 'ব্রিজভূষণের বিরুদ্ধে যে সকল মহিলা কুস্তিগীররা সাক্ষ্য দেবেন, তাঁদের নিরাপত্তা তুলে নিয়েছে দিল্লি পুলিশ'।
সাক্ষী মালিকও একই অভিযোগ করেন। তিনি লেখেন, ব্রিজভূষণের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেওয়ার কথা এই মহিলা কুস্তিগীরদের। তাঁদের নিরাপত্তা তুলে নেওয়া হল।
যদিও দিল্লি পুলিশের দাবি কুস্তিগীরদের অভিযোগ মিথ্যা। এক্স হ্যান্ডেলে দিল্লি পুলিশ জানায়, মহিলা কুস্তিগীরদের নিরাপত্তা প্রত্যাহার করা হয়নি। শুধু ভবিষ্যতে এই দায়িত্ব নেওয়ার জন্য হরিয়ানা পুলিশকে অনুরোধ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ কুস্তিগীররা হরিয়ানাতেই থাকেন।
প্রসঙ্গত, তৎকালীন জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগীররা যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন। অভিযুক্তের শাস্তির দাবিতে ভীনেশ ফোগাট, সাক্ষী মালিকরা লাগাতার আন্দোলন করেন। যন্তর মন্তরে ধর্নায় বসেন। চলতি বছরের মে মাসে দিল্লির অতিরিক্ত মুখ্য নগর দায়রা আদালত ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেয়। ৫ কুস্তিগীরের অভিযোগের ভিত্তিতে ব্রিজভূষণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা (শ্লীলতাহানি) এবং ৩৫৪ক (যৌন হেনস্থা) ধারা অনুযায়ী চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন