টানা পাঁচ ম্যাচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখলো দিল্লি ক্যাপিটালস। কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ২০২৩ আইপিএলের প্রথম পয়েন্ট পেলেন ডেভিড ওয়ার্নাররা। এই জয়ের পর বেশ উচ্ছ্বসিত দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর সৌরভ গাঙ্গুলি। দাদা জানান, এই জয় অনেকটা ঠিক তাঁর টেস্টে প্রথম রান পাওয়ার মতোই।
ম্যাচ শেষে সৌরভ বলেন, "পয়েন্ট পেয়ে খুশি। আমি সেখানে ডাগআউটে বসে ভাবছিলাম যে এটা আমার প্রথম টেস্টে রান পাওয়ার মতোই ছিল (মরশুমের প্রথম পয়েন্ট পাওয়ার চাপ সম্পর্কে)।"
তবে জয় এলেও ব্যাটারদের পারফর্ম্যান্স দেখে মোটেও খুশি নন সৌরভ। তিনি বলেন, "আজ আমরা ভাগ্যবান ছিলাম। আমরা এই মরশুমের আগেও ভালো বোলিং করেছি। কিন্তু সমস্যা হলো ব্যাটিং। আমাদের ফিরে যেতে হবে এবং নিজেদের দিকে তাকাতে হবে এবং দেখতে হবে কিভাবে আমরা ভালো করতে পারি। স্পিনাররা ভালো বোলিং করেছে। আমি জানি আমাদের ক্ষমতা আছে। আরও ভালো ব্যাট করার উপায় খুঁজে বের করতে হবে। আমরা ছেলেদের সাথে কঠোর পরিশ্রম করি এবং তাদের ফর্মে ফিরিয়ে আনতে পারি। সে পৃথ্বী, মনীশ বা মিচ মার্শই হোক। তারা সকলেই দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়'।
বৃহস্পতিবার কলকাতাকে মাত্র ১২৭ রানে বেঁধে ফেললেও ব্যাট করতে নেমে আহামরি কিছু করতে পারলো না দিল্লি। জয় অবশ্য এসেছে। কিন্তু নাইট বোলাররা খেলা নিয়ে যায় শেষ ওভার পর্যন্ত।ডেভিড ওযার্নারের ৫৭ রান, মনীশ পাণ্ডের ২১ রান এবং অক্ষর প্যাটেলের অপরাজিত ১৯ রানে ভর করে জয় তুলে নেয় দিল্লি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন