খেলাধুলোর জগতে বেতনের ক্ষেত্রে লিঙ্গবৈষম্য দীর্ঘদিন ধরেই চর্চিত বিষয়। আর এবার পুরুষ-মহিলাদের সমপরিমাণ বেতন চালু করার প্রচেষ্টায় বাড়তি পারিশ্রমিক নিতে অস্বীকার করলেন ডেনমার্কের পুরুষ ফুটবলাররা।
শুক্রবার ডেনমার্কের ফুটবল ইউনিয়ন জানিয়েছে, মহিলা ফুটবলারদের সমবেতন নিশ্চিত করতে পুরুষ ফুটবলাররা বাড়তি পারিশ্রমিক প্রত্যাখান করার সিদ্ধান্ত নিয়েছে। ইউনিয়নের মুখপাত্র ম্যাগনাস হভিড জানিয়েছেন, ‘‘পুরুষ ফুটবলাররা সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা বেতন বৃদ্ধির দাবি জানাবেন না। বাড়তি পারিশ্রমিক নিবেন না। মহিলা ফুটবলারদের প্রতি হওয়া অর্থনৈতিক বৈষম্য রুখতেই এমন পদক্ষেপ নিয়েছেন তাঁরা।’’
ম্যাগনাস হভিড ড্যানিশ পুরুষ ফুটবলারদের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, “এই একটা পদক্ষেপেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমরা মনে করিনা। এখনও অনেক সংঘর্ষ করতে হবে আমাদের। তারপরেই জাতীয় দলে সকলের জন্য সমান সুযোগ এবং আর্থিক সংস্থানের ব্যবস্থা করা সম্ভব।“
হভিড জানিয়েছেন, “এই পদক্ষেপের ফলে মহিলা-পুরুষ নির্বিশেষে প্রতিটি ফুটবলারের জন্য বেসিক বেতন কাঠামো তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। একইসঙ্গে মহিলা ফুটবলারদের স্বাস্থ্য বীমার আওতায় আনার কাজও গতি পেয়েছে।“
ড্যানিশ ফুটবল ফেডারেশন এবং ইউনিয়নের বক্তব্য, গত মাসে এই নিয়ে একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে প্রস্তাব রাখা হয়, অ্যাওয়ে ম্যাচের সময় মহিলা এবং পুরুষরা একই ম্যাচ বোনাস পাবে। কিন্তু হোম ম্যাচগুলিতে কোনও বোনাস না থাকায় বেতনের বৈষম্য থেকেই যায়।
এদিকে, ডেনমার্ক উয়েফা ইউরোতে নিজেদের ফুটবলের মাধ্যমেও দেশের নাম উজ্জ্বল করছে। ইংল্যান্ড, স্লোভেনিয়া এবং সার্বিয়ার সঙ্গে গ্রুপ 'সি'-তে রয়েছে তারা। বৃহস্পতিবার ইউরো কাপের গ্রুপ সি’র ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেন ড্যানিশরা। এরপরে নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে ড্যানিশরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন