নাক ফেটে গেলেও মাঠ ছাড়েননি। সতীর্থকে দিয়ে গোল করিয়ে দেশকে জিতিয়ে তবেই শান্ত হলেন তিনি। হ্যাঁ ঠিকই ধরেছেন। ‘তিনি’ হলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নিজে গোল করতে না পারলেও সতীর্থদের গোলে পর্তুগাল ৪-০ গোলে হারালো চেক প্রজাতন্ত্রকে।
ইউরোপ জুড়ে এখন চলছে উয়েফা নেশন্স লীগ। শনিবার মধ্যরাতে চেক রিপাবলিকের বিরুদ্ধে খেলতে নেমেছিল পর্তুগাল। ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই চোট পান তারকা খেলোয়াড় রোনাল্ডো। হেড দিতে গিয়ে বিপক্ষে গোলকিপার টমাস ভাসলিকের কনুই গিয়ে লাগে রোনান্ডোর নাকে। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন পর্তুগিজ অধিনায়ক। নাক ফেটে অনবরত রক্ত বেরোতে থাকে। দর্শকরা ভেবেছিলেন তিনি হয়তো আর খেলতে পারবেন না। কোচও রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলেন।
প্রাথমিক চিকিৎসার পরেই রোনাল্ডো মাঠে ফিরে আসেন। মাঠে নেমেই শুরু হয় তারকার ঝলক। তিনি একাধিক গোলের সুযোগ পেলেও তা কার্যকর করতে পারেননি। এমনকি নিজেদের বক্সের ভিতরেই হ্যান্ডবল করেন পর্তুগিজ তারকা। যদিও পেনাল্টি থেকে গোল তুলতে ব্যর্থ হয় চেক প্রজাতন্ত্র। পর্তুগালের হয়ে ৩৩ মিনিটে প্রথম গোল করেন দিয়োগো দালত। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দলের দ্বিতীয় গোল আসে ব্রুনো ফার্নান্ডেজের পা থেকে। ৫২ মিনিটের মাথায় বাঁ পা দিয়ে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল করেন দালত। পর্তুগালের চতুর্থ গোল আসে দিয়োগো জোটার মাথা থেকে।
ম্যাচ শেষে দালত বলেন, দেশকে জেতাতে পেরে আমরা আপ্লুত। আমরা প্রথম থেকেই ম্যাচটা গুরুত্ব দিয়ে দেখছিলাম। তাই প্রথম থেকেই আমরা আত্মবিশ্বাসের সাথে ম্যাচ শুরু করি। আমাদের বল নিয়ন্ত্রণও খুব ভালো হচ্ছিল। জয়ের জন্য সকলকে অভিনন্দন জানাতে চাই। যোগ্যতার সাথে আমরা ম্যাচটা জিতেছি।
পর্তুগালের কোচ বলেন, চেক প্রজাতন্ত্র অত্যন্ত ভালো ফুটবল দল। যার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত ছিলাম। আমাদের যা যা গেমপ্ল্যান ছিল সবটাই বাস্তবায়িত করেছে ছেলেরা। তৃতীয় গোলের পর আমাদের জয় নিশ্চিত হয়ে যায়। পর্তুগালের জয়ের ফলে গ্রুপ ২-তে শীর্ষে থেকে রোনাল্ডোদের পয়েন্ট ১০। শনিবারেই সুইজারল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। তাদের পয়েন্ট ৮। পর্তুগাল পরের ম্যাচে স্পেনের মুখোমুখি হবে বুধবার মধ্যরাতে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন