৯ ম্যাচ পর জয়ে ফিরলো ইস্টবেঙ্গল। ভুটানের থিম্পুতে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংসকে ৪-০ গোলে উড়িয়ে দিল লাল হলুদ ব্রিগেড। চারটে গোলই হয় প্রথমার্ধে।
চলতি মরশুমে ইস্টবেঙ্গলের সেরা ফলাফল এটাই। অস্কার ব্রুজোনের কোচিংয়ে প্রথম জয়। সেটাও তাঁর প্রাক্তন দলের বিরুদ্ধে। এই বসুন্ধরার কাছেই গত এএফসিতে গোলের মালা পরে নাস্তানাবুদ হয় মোহনবাগান। আর ইস্টবেঙ্গল জিতল বড়ো ব্যবধানে। ৩৪ সেকেন্ডে দলকে এগিয়ে দেন দিমিত্রিয়স। টুর্নামেন্টের ইতিহাসে সম্ভবত দ্রুততম গোল।দ্বিতীয় গোল দূরপাল্লার শটে করেন সৌভিক চক্রবর্তী। ২৬ মিনিটে অসাধারণ গোল করেন নন্দকুমার। ৩৩ মিনিটে গোল করেন ডিফেন্ডার আনোয়ার আলি।
তবে সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল অনেক গোল মিস করে। ইস্টবেঙ্গল ডিফেন্সও অনেক ভুল করে। বড়ো ব্যবধানে জিতেও খুশি নন লাল হলুদ কোচ অস্কার ব্রুজোন। ম্যাচের পরে তিনি বলেন, 'দলের এই জয়ে আমি অত্যন্ত খুশি। ফুটবলারদেরও সেকথা বলে এসেছি আমি। কিন্তু দলের সামগ্রিক পারফরম্যান্সে আমি একেবারে সন্তুষ্ট হতে পারিনি। আসলে ৯০ মিনিট আমরা টানা লড়াই চালিয়ে যেতে পারিনি। আর যতক্ষণ না আমার দলের ফুটবলাররা সেইরকম করতে পারছে, ততদিন আমি সন্তুষ্ট হতে পারব না'।
তিনি আরও বলেন, 'সত্যি বলতে আমি অনুশীলন করানোর বেশি সময় পাইনি। কোচিংয়ে যোগ দিয়েই দলের ফিটনেস খামতি ঠিক করতে হয়েছে আমাকে। ধীরে ধীরে দল তৈরী করার চেষ্টা করছি।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন