জ্যাডন স্যাঞ্চো এবং আর্লিং ব্রুট হলান্ডের নৈপুণ্যে তিন বছর পর আবার জার্মান কাপ ডিএফবি পোকাল ঘরে তুললো বুরুশিয়া ডর্টমুন্ড। ফাইনালে উঠেও শিরোপা থেকে দূরেই থাকলো নাগালসম্যানের লাইপজিগ। বার্লিনে অনুষ্ঠিত ফাইনালে ৪-১ গোলে বড় জয় পেয়েছে বুরুশিয়া। এডিন তেরজিকদের হয়ে দুটি করে গোল করেন জ্যাডন স্যাঞ্চো এবং আর্লিং ব্রুট হলান্ড।
প্রথমার্ধেই তিন গোল খাইয়ে লাইপজিগকে চাপে ফেলে দেয় ডর্টমুন্ড। খেলা শুরুর ৫ মিনিটের মাথায় মহম্মদ দাহুদের পাস থেকে গোল করে বুরুশিয়াকে এগিয়ে দেন ২১ বর্ষীয় ইংলিশ ফরোয়ার্ড জ্যাডন স্যাঞ্চো। ২৮ মিনিটের মাথায় আবার দ্বিতীয় গোলের দেখা পায় এডিন তেরজিক শিষ্যরা। এবার গোল করেন বিস্ময় বালক আর্লিং ব্রুট হলান্ড। মার্কো রুইজের বাড়ানো পাস থেকে গোল করতে কোনো ভুল করেননি এই নরওয়েজিয়ান স্ট্রাইকার।
প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষে যোগ করা সময়ে ডর্টমুন্ড তাদের তৃতীয় গোলটি করে ফেলেন। মার্কো রুইজের বাড়ানো বল জালে পৌঁছে দেন সেই ইংলিশ তারকা জ্যাডন স্যাঞ্চো। প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ করে বুরুশিয়া ডর্টমুন্ড।
দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে গোলের দেখা পায় নাগালসম্যানের দল। দানি ওলমোর গোলে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত আর কোনো গোল করতে পারেনি লাইপজিগ। ঘুরে ৮৭ মিনিটে জ্যাডন স্যাঞ্চোর বাড়ানো পাস থেকে গোল করে লাইপজিগ কফিনে শেষ পেরেক পুঁতে পর্যন্ত দেন আর্লিং ব্রুট হলান্ড। ৪-১ গোলে বড় জয় নিয়ে ডিএফবি পোকাল ঘরে তোলে বুরুশিয়া ডর্টমুন্ড।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন