IPL 2023: হাঁটুতে চোট, তবে কি মাঠের বাইরে মাহি! কী বললেন চেন্নাই কোচ?

স্টিফেন ফ্লেমিং বলেন, উনি হাঁটুর চোটে ভুগছেন, যা ওনার চলাফেরায় আপনারা বুঝতে পারছেন। এতে ওনার অস্বস্তি হচ্ছে।
মহেন্দ্র সিং ধোনি
মহেন্দ্র সিং ধোনিফাইল ছবি, সংগৃহীত
Published on

রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১৭ বলে ৩৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন মহেন্দ্র সিং ধোনি। অবশ্য শেষ ওভারে দুর্দান্ত লড়াই করেও দলকে জয় এনে দিতে পারেননি সিএসকে অধিনায়ক। তবে এই হারের থেকেও বড় উদ্বেগের খবর ধোনি ভক্তদের জন্য শোনালেন চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং। হাঁটুর চোটে ভুগছেন মাহি।

ম্যাচ শেষে সাংবাদিকদের স্টিফেন ফ্লেমিং বলেন, "উনি হাঁটুর চোটে ভুগছেন, যা ওনার চলাফেরায় আপনারা বুঝতে পারছেন। এতে ওনার অস্বস্তি হচ্ছে। ওনার ফিটনেস বরাবরই অসাধারণ। টুর্নামেন্ট শুরুর এক মাস আগে উনি চলে আসেন। প্রি সিজন করেন। উনি একজন অসামান্য খেলোয়াড়। আমাদের কোনও সন্দেহ নেই ওনার উপর। উনি নিজের ফর্ম ধরে রাখার বিষয়ে সবসময়েই আত্মবিশ্বাসী।"

চেন্নাই অধিনায়কের ইনজুরির খবর সামনে আসতেই চিন্তায় পড়েছেন ধোনি সমর্থকরা। ৪১ বয়সী ক্রিকেটার কি তবে টুর্নামেন্টের মাঝ পথেই বিশ্রামে যাবেন? জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এছাড়াও চেন্নাইয়ের আরও এক ক্রিকেটার ইনজুরিতে রয়েছেন। তিনি হলেন দক্ষিণ আফ্রিকার পেসার সিসান্দা মাগালা। যে কারণে আগামী দু'সপ্তাহ মাঠের বাইরে থাকবেন মাগালা।

গতকালের ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলেছিল রাজস্থান রয়্যালস। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস। তিন রানে ম্যাচ জিতে নেয় সঞ্জু স্যামসনরা।

মহেন্দ্র সিং ধোনি
IPL 2023: ধোনির টিম CSK ব্যান করার দাবিতে ব্যাপক বিক্ষোভ তামিলনাড়ু বিধানসভায়

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in