ধোনি একাই খেলে বিশ্বকাপ জিতিয়েছে, বাকি দশ জন খেলেনি! - মাহি ভক্তকে এক হাত নিলেন ভাজ্জি

"মজার বিষয় হল যখন অস্ট্রেলিয়া বা অন্য কোনও দেশ বিশ্বকাপ জেতে তখন তাদের শিরোনামে অস্ট্রেলিয়া বা তাদের দেশ জিতেছে বলে বলা হয়, কিন্তু ভারত জিতলে বলা হয় অধিনায়ক জিতেছেন। এটি একটি দলের খেলা।"
ফাইল চিত্র
ফাইল চিত্র
Published on

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই ভারত সবচেয়ে বেশি আইসিসি ট্রফি জিতেছে। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর, ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ। ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফিও জেতে ধোনির নেতৃত্বে। মাহি ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। এবিষয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। কিন্তু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের পর ভারতীয় দলের সমালোচনা করতে গিয়ে, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রসঙ্গ এনে ধোনির সাফল্যের অযৌক্তিক প্রশংসা করলে, ক্ষোভ প্রকাশ করেন হরভজন সিং। ভক্তদের মনে করিয়ে দেন, ক্রিকেট একটি 'টিম গেম'।

২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল ভারত। সেটাই ভারতের সর্বশেষ বড় আইসিসি ট্রফি জয়। এরপর দশ বছরে আর কোনো সাফল্য আসেনি। গতকাল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হারে টিম ইন্ডিয়া। এই পরাজয়ের পরেই সমর্থকদের একাংশ নেতিবাচক মন্তব্য শুরু করেন। অনেকে কোচ রাহুল দ্রাবিড়, আবার অনেকে রোহিত শর্মাকে কাঠগোড়ায় তোলেন।

সমালোচনা করতে গিয়ে মহেন্দ্র সিং ধোনির এক ভক্ত লেখেন, "কোনও কোচ, কোনও মেন্টর নেই, তরুণ ছেলেরা, বেশিরভাগ সিনিয়র খেলোয়াড় অংশগ্রহণ করতে অস্বীকার করেছেন। এর আগে কোনও ম্যাচে অধিনায়কত্ব করেননি। এই মানুষটি সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে অধিনায়ক হওয়ার ৪৮ দিনের মধ্যে একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল।"

হরভজন সিং এই ট্যুইটের জবাবে লেখেন," হ্যাঁ যখন এই ম্যাচগুলি খেলা হয়েছিল তখন এই যুবকটি একাই ভারত থেকে খেলছিল, বাকি ১০ জন তো খেলেনি, সে একাই বিশ্বকাপ ট্রফি জিতিয়ে ছিল। মজার বিষয় হল যখন অস্ট্রেলিয়া বা অন্য কোনও দেশ বিশ্বকাপ জেতে তখন তাদের শিরোনামে অস্ট্রেলিয়া বা তাদের দেশ জিতেছে বলে বলা হয়, কিন্তু ভারত জিতলে বলা হয় অধিনায়ক জিতেছেন। এটি একটি দলের খেলা। এতে আমরা একসঙ্গে জয়ী হই এবং একসঙ্গে পরাজিত হই।"

গতকাল ওভালে ঐতিহাসিক জয় তুলে নিয়ে ক্রিকেট ইতিহাসের প্রথম দল হিসেবে আইসিসির চারটি ইভেন্ট- ওডিআই বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপ জয়ের নজির নজির গড়লো অস্ট্রেলিয়া। অন্যদিকে ভারতের অপেক্ষা আরো বাড়লো। চলতি বছরেই ভারতের মাটিতে বসছে আইসিসি ওডিআই বিশ্বকাপের আসর। টানা দুই বিশ্বকাপে ব্যর্থতার পর ভারত কি পারবে ২০১১ বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে আনতে?

ফাইল চিত্র
WTC Final: "আগে আইপিএল, নাকি জাতীয় দল?" - BCCI'কে কাঠগড়ায় তুললেন ক্ষুব্ধ শাস্ত্রী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in