দিয়েগো মারাদোনা, লিওনেল মেসি, রোনাল্ডনিহো, এমি মার্টিনেজের পরে এবার কলকাতায় আসছেন ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া ডি মারিয়া। আগামী জুন মাসে কলকাতায় আসার কথা রয়েছে তাঁর।
ডি মারিয়াকে আনতে বড় ভূমিকা নিচ্ছেন শতদ্রু দত্ত। শতদ্রু আর্জেন্টিনার রোজারিওতে ডি মারিয়ার এজেন্ট-র সঙ্গে কথা বলে এসেছেন। শতদ্রুর প্রচেষ্টায় রিষড়ায় একটি হাই পারফরম্যান্স সেন্টার উদ্বোধন করবেন ডি মারিয়া। দেড় দিনের সফরে বাংলায় আসবেন ডি মারিয়া। বাংলাদেশ সফরেও কিছুক্ষণের জন্য যাওয়ার কথা।
২০০৮ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় ডি মারিয়ার। বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে অভিযান শুরু তাঁর। আগামী কোপা আমেরিকার পরেই অবসর নেবেন এই ফুটবলার। আলবিসেলেস্তেদের হয়ে ১৩২ ম্যাচে ২৯ গোল করেছেন তিনি।
নীল-সাদা জার্সির কাতার বিশ্বকাপ জেতার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই তারকা। যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণ দাপিয়ে খেলেছেন ডি মারিয়া। ২০২২ ফাইনালিসিমায় প্রতিপক্ষ ইতালির জালে বল জড়ান মারিয়া। এ ছাড়া ২০২১ সালে ব্রাজিলের বিরুদ্ধে তাঁর একমাত্র গোলেই কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। সেটাই দীর্ঘ দিন পরে আর্জেন্টিনার কোপা জয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন