প্রশংসা করলেন মেসি-এমবাপ্পের, আর্জেন্টিনার জয়ে মারাদোনার হাসি মুখ দেখতে পেলেন পেলে

হাসপাতালে থেকেই পেলে শুভেচ্ছা জানালেন লিওনেল মেসি ও তাঁর দলকে। প্রশংসা করলেন কিলিয়ান এমবাপ্পেরও। সেইসঙ্গে আফ্রিকার দেশ মরক্কোকেও জানালেন অভিনন্দন।
পেলে প্রশংসা করলেন মেসির
পেলে প্রশংসা করলেন মেসিরগ্রাফিক্স - নিজস্ব
Published on

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলে। তিনটি বিশ্বকাপ জয়ী ফুটবলার সেখান থেকেই শুভেচ্ছা জানালেন লিওনেল মেসি ও তাঁর দলকে। প্রশংসা করলেন কিলিয়ান এমবাপ্পেরও। সেইসঙ্গে আফ্রিকার দেশ মরক্কোকেও জানালেন অভিনন্দন। সবকিছুর পর আর্জেন্টিনার এই জয়ে তিনি স্মরণ করেছেন মারাদোনাকেও। হাসপাতালে শুয়ে পেলে মনে করছেন দিয়েগোর হাসি মুখ।

সোশ্যাল মিডিয়াতে পেলে লিখেছেন, "বরাবরের মতো ফুটবল তার গল্প বলেই চলেছে। খুবই চিত্তাকর্ষক ভাবে গল্প বলছে ফুটবল। মেসি প্রথমবার বিশ্বকাপ জিতল। ওর ফুটবলের যা গতিপথ, তাতে এটা ওর প্রাপ্যই ছিল। আমার প্রিয় বন্ধু, এমবাপ্পে, ফাইনালে চার গোল করেছেন। ফুটবলের ভবিষ্যতের জন্য ও এক দুর্দান্ত উপহার। ওর খেলা দেখাও প্রাপ্তি। মরক্কোকে ভুললে চলবে না। অবিশ্বাস্য ফুটবল খেলেছে ওরা। আফ্রিকাকে এভাবে জ্বলে উঠতে দেখে দারুণ লাগলো। অভিনন্দন আর্জেন্টিনা। দিয়েগো এখন নিশ্চয়ই হাসছে।"

বিশ্বকাপের শুরুর দিকেই হাসপাতালে ভর্তি করা হয় 'ফুটবল সম্রাট' পেলেকে। কোলন ক্যান্সার, ফুসফুসের সংক্রমণ সহ একাধিক রোগে ভুগছেন তিনি। সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতালে থেকেই এবারের বিশ্বকাপ উপভোগ করেছেন পেলে। সেখান থেকেই মেসি-এমবাপ্পেকে অভিনন্দন জানালেন।

গতরাতে রুদ্ধশ্বাস এক ফাইনালের পর শেষ হাসি হেসেছে আর্জেন্টিনা। ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তৃতীয় বিশ্বকাপ খেতাব ঘরে তুলেছে আলবিসেলেস্তেরা। ২-২ ব্যবধানে নির্ধারিত সময়ে খেলার ফলাফল থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও দুই দল সমতা বজায় রাখে। ৩-৩ গোলে অতিরিক্ত সময় শেষ হওয়ার পর টাইব্রেকারে বাজিমাৎ করেন লিওনেল মেসিরা। দুর্দান্ত হ্যাটট্রিক করেও দলকে কাপ জেতাতে ব্যর্থ হলেন কিলিয়ান এমবাপ্পে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in