শতাব্দী প্রাচীন মহামেডান স্পোর্টিং ক্লাবের ইনভেস্টর চলে যাওয়ায় মাথায় বাজ পড়েছে। সেই কারণে ইনভেস্টর বাঙ্কারহিল (Bunkerhill)-কে ফেরানোর তৎপরতা সমর্থকদের। কীভাবে ক্লাব চলবে তাই নিয়ে চিন্তায় সমর্থকরা। আন্দোলনে নামার আগে মহামেডান স্পোর্টিং ক্লাবের সমস্ত ফ্যান ক্লাবের সদস্যদের নিয়ে সোমবার বৈঠক করা হয়।
এবার কর্মকর্তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সমর্থকরা? বাঙ্কারহিল (Bunkerhill) কে অনুরোধ করবে তাঁরা? জানা যাচ্ছে ক্লাব অফিসিয়ালদের বক্তব্য জানার পরেই পরবর্তী পদক্ষেপ নেবেন তাঁরা। আগামী ২৫ এপ্রিল ইনভেস্টার বাঙ্কারহিলের সঙ্গে মহামেডান কর্তাদের বৈঠক।
সমর্থকদের দাবি মেনে পাশে থাকার বার্তা দিয়েছেন ক্লাব কর্তাদের। বছর আগে ঘটা করে মহমেডান স্পোর্টিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধে বাঙ্কারহিল। নতুন ইনভেস্টরের হাত ধরে সাদা-কালো তাঁবুতে সাফল্যও আসে।
তিন দশকেরও বেশি সময় পর কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয় মহমেডান স্পোর্টিং। ডুরান্ড কাপেও দারুণ পারফর্ম করে সাদা-কালো। আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার জায়গাতেও এক সময় পৌঁছে গিয়েছিল মহমেডান স্পোর্টিং। তবে শেষ এক বছর ধরে মহমেডানে শুধুই খরা। আই লিগ আর ডুরান্ডেও ভালো পারফর্ম করেনি সাদা-কালো ব্রিগেড। বারে বারে কোচ ছাঁটাই হয়েছে। এ বার মহমেডান স্পোর্টিংয়ের সঙ্গেই সম্পূর্ণ বিচ্ছেদ করতে চায় ইনভেস্টর দীপক কুমার সিং-র বাঙ্কারহিল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন