অস্ট্রেলিয়ান ওপেন জিতে ফের শীর্ষে জকোভিচ, প্রথম দশের বাকিরা কারা?

রবিবার সিতিসিপাসকে হারানোর ফলে ফের নিজের সিংহাসন ফিরে পেলেন জকোভিচ। কার্লোস আলকারাজকে সরিয়ে এটিপি র‍্যাঙ্কিং-এ শীর্ষস্থান দখল করলেন সার্বিয়ান মহাতারকা।
নোভাক জকোভিচ
নোভাক জকোভিচNovak Djokovic-র ফেসবুক পেজ
Published on

স্টেফানোস সিতিসিপাসকে স্ট্রেট সেটে হারিয়ে রেকর্ড দশম অস্ট্রেলিয়ান ওপেন হাতে তুলেছেন নোভাক জকোভিচ। একইসঙ্গে পুরুষদের সিঙ্গলসে সর্বোচ্চ ২২ টি গ্র্যান্ড স্ল্যাম জিতে পাশে বসেছেন স্প্যানিশ মহাতারকা রাফায়েল নাদালেরও। রবিবার সিতিসিপাসকে হারানোর ফলে ফের নিজের সিংহাসন ফিরে পেলেন জকোভিচ। কার্লোস আলকারাজকে সরিয়ে এটিপি র‍্যাঙ্কিং-এ শীর্ষস্থান দখল করলেন সার্বিয়ান মহাতারকা। ২০১১ সাল থেকে এই নিয়ে ৩৭৪তম সপ্তাহে শীর্ষে থাকলেন জকোভিচ।

মেলবোর্ন পার্কে গতকাল জকোভিচকে হারাতে পারলেই টেনিস কেরিয়ারে প্রথমবার শীর্ষস্থান দখল করতে পারতেন স্টেফানোস সিতিসিপাস। কিন্তু জোকারের সামনে স্ট্রেট সেটেই হেরে বসেন তিনি। যার ফলে তিন নম্বর স্থান পেলেন তিনি। এটিও সিতিসিপাসের কেরিয়ারের সেরা র‍্যাঙ্কিং। সিতিসিপাস তৃতীয় স্থানে উঠে আসায় চতুর্থ স্থানে নেমে গিয়েছেন নরওয়ের কাসপের রুড।

কোয়ার্টার ফাইনালে জকোভিচের কাছে হেরে বিদায় নিয়েছিলেন রাশিয়ার আন্দ্রে রুবলেভ। কেরিয়ারের সেরা পঞ্চম স্থানে উঠে এসেছেন তিনি। দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেওয়া স্প্যানিশ কিংবদন্তী রাফায়েল নাদাল দ্বিতীয় স্থান থেকে নেমে গিয়েছেন ষষ্ঠ স্থানে।

সেমিফাইনাল খেলা কারেন খাচানভ সাত ধাপ এগিয়ে ১৩তম স্থানে জায়গা করেছেন। এছাড়া, সেমিফাইনাল খেলা মার্কিন যুক্তরাষ্ট্রের টমি পল, প্রথমবারের মতো শীর্ষ ২০ তে প্রবেশ করেছেন। ১৬ ধাপ এগিয়ে ১৯ তম স্থানে রয়েছেন তিনি।

একনজরে র‍্যাঙ্কিং-এ প্রথম দশ টেনিস খেলোয়াড়:

১. নোভাক জকোভিচ (সার্বিয়া)

২. কার্লোস আলকারাজ (স্পেন)

৩. স্টেফানোস সিতিসিপাস (গ্রিস)

৪. ক্যাসপের রুড (নরওয়ে)

৫. আন্দ্রে রুবলেভ (রাশিয়া)

৬. রাফায়েল নাদাল (স্পেন)

৭. ফেলিক্স অ্যাগার-অ্যালিসমি (কানাডা)

৮. টেলর ফ্রিৎজ (যুক্তরাষ্ট্র)

৯. হোলগার রুন (ডেনমার্ক)

১০. হুবার্ট হুরকাজ (পোল্যান্ড)

নোভাক জকোভিচ
সেলিব্রেশন করতে গিয়ে উল্টো ধরলেন জাতীয় পতাকা, কাপ ঘরে এনেও সমালোচনার মুখে শেফালি ভার্মা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in