বিশ্ব টেনিস র‍্যাঙ্কিং-এ শীর্ষে জকোভিচ, প্রথম ১০০-র বাইরে নাদাল!

৭৫৯৫ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে উঠে এলেন জকোভিচ। এতদিন শীর্ষে ছিলেন স্প্যানিশ টেনিস প্লেয়ার কার্লোস অ্যালকারাজ।
নোভাক জকোভিচ
নোভাক জকোভিচফাইল ছবি
Published on

বিশ্ব টেনিস র‍্যাঙ্কিং-এ শীর্ষ স্থান দখল করলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। অন্যদিকে স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল তালিকা থেকে নেমে বর্তমান অবস্থান ১৩৩তম স্থানে।

সম্প্রতি নিজের ২৩তম গ্র্যান্ড স্লাম জিতে রেকর্ড গড়েছেন জকোভিচ। যার সুবাদে বিশ্বের টেনিস প্লেয়ারদের (পুরুষ) তালিকায় ৭৫৯৫ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে উঠে এলেন জকোভিচ। এতদিন শীর্ষে ছিলেন স্প্যানিশ টেনিস প্লেয়ার কার্লোস অ্যালকারাজ। তিনি ৭১৭৫ পয়েন্ট নিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছেন মেদভেদেভ। তাঁর পয়েন্ট ৫৮৪৫। নরওয়ের ক্যাসপার রুড ৪৯৬০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান দখল করেছেন। পঞ্চম স্থানে আছেন স্টেফানোস সিটসিপাস, পয়েন্ট ৪৮৭৫।

নোভাক জকোভিচ শীর্ষ স্থান দখল করলেও বিশ্ব র‍্যাঙ্কিং-এ ১৫ নম্বর থেকে ১৩৩-এ নেমে গেলেন রাফায়েল নাদাল। তাঁর বর্তমান পয়েন্ট ৪৪৫। ৩৭ বছর বয়সী স্প্যানিশ তারকা এক সময় শীর্ষ স্থানেও ছিলেন।

উল্লেখ্য, নোভাক জকোভিচ টেনিসের ইতিহাসে প্রথম খেলোয়াড় যিনি ২৩টি গ্র্যান্ডস্লাম জিতেছেন। ফরাসি ওপেন জিতে তাঁর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বীকে টপকে যান। তাঁর পরেই রয়েছেন রাফায়েল নাদাল (২২টি)। রজার ফেডেরারের দখলে ২০টি।

সার্বিয়ান তারকার ঝুলিতে বর্তমানে রয়েছে ২৩টি গ্র্যান্ডস্লাম, ৩৮টি এটিপি মাস্টার্স, ৬টি এটিপি ফাইনাল। সব মিলিয়ে মোট ৬৭টি বড় খেতাব রয়েছে জকোভিচের দখলে। চলতি মরসুমে প্রথম দুটি গ্র্যান্ডস্লামই জিতেছেন জকোভিচ। সব ঠিক থাকলে আরও দুটি খেতাব জয়ের সম্ভাবনা রয়েছে তাঁর কাছে। ফলে মোট ২৫টি গ্র্যান্ডস্লাম জয়ের হাতছানি রয়েছে বিশ্বের ১ নম্বর টেনিস তারকার কাছে।

নোভাক জকোভিচ
FIFA U20 World Cup 2023: ইতালিকে হারিয়ে অনুর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ জিতলো উরুগুয়ে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in