মঙ্গলবার ভারতের বিরুদ্ধে 'ডু অর ডাই' ম্যাচে নামছে অস্ট্রেলিয়া। আজকের ম্যাচে জিততে না পারলে সিরিজ জিতে নেবে সূর্যর নেতৃত্বাধীন ভারতের 'তরুণ ব্রিগেড'।
একদিকে সিরিজ জয়ের ম্যাচ অন্যদিকে সিরিজ টিকিয়ে রাখার ম্যাচ। দুই দলের কাছে দুই চিত্র। আসামের গুয়াহাটির বারসাপারা স্টেডিয়ামে টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচে অ্যাডভান্টেজে রয়েছে ভারত। কারণ আজকের ম্যাচের একাধিক তারকা ক্রিকেটারকে পাবে না অস্ট্রেলিয়া।
ইতিমধ্যেই অস্ট্রেলিয়া ফিরে গেছেন স্টিভ স্মিথ এবং অ্যাডম জ্যাম্পা। আগামীকাল অস্ট্রেলিয়া পৌঁছবেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, মার্কাস স্টোয়নিস এবং সিন অ্যাবট। ফলে তাঁদের খেলাও কার্যত অনিশ্চিত। বিশ্বকাপ খেলা ক্রিকেটারদের মধ্যে শুধুমাত্র আছেন ট্রাভিস হেড।
শেষ দু'টি ম্যাচে ভারত দাপটের সাথে খেলেছে। প্রথম ম্যাচে ২ উইকেটে জয় পায় টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটের বিনিময়ে ২৩৫ রান করে ৪৪ রানে ম্যাচ জেতে ভারত। এখন দেখার তৃতীয় ম্যাচ জিতে সিরিজ জেতে নাকি অপেক্ষা করতে হবে ভারতীয় সমর্থকদের।
ভারতের সম্ভাব্য একাদশ : সূর্য কুমার যাদব, অক্ষর প্যাটেল, রিংকু সিং, রুতুরাজ গায়কোয়াড়, তিলক ভার্মা, যশস্বী জয়সওয়াল, ঈশান কিষান, অর্শদীপ সিং, মুকেশ কুমার, প্রসিদ্ধ কৃষ্ণা এবং রবি বিষ্ণোই।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ : জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, ম্যাথু ওয়েড, মাথান এলিস, বেন ডোয়ার্শুইস, অ্যারন হার্ডি, ক্রিস গ্রিন, ট্র্যাভিস হেড, বেন ম্যাকডারমট, তনবীর সাঙ্ঘা এবং ম্যাট শর্ট।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন