স্টেডিয়ামের বকেয়া বিদ্যুৎ বিল ৩ কোটি টাকারও বেশি! ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ আদৌ নির্বিঘ্নে হবে?

People's Reporter: ২০০৯ সাল থেকে বিদ্যুৎ বিল না মেটানোয় ৫ বছর আগে ওই স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
স্টেডিয়ামের বকেয়া বিদ্যুৎ বিল ৩ কোটি টাকারও বেশি! ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ আদৌ নির্বিঘ্নে হবে?
ছবি - বিসিসিআই-র এক্স হ্যান্ডেল
Published on

ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টি-২০ ম্যাচ নির্বিঘ্নে হবে কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কারণ রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামের বিদ্যুতের ৩ কোটি ১৬ লক্ষ টাকা বিল বকেয়া রয়েছে। ১৪ বছর ধরে সেই বিল মেটায়নি ছত্তিশগড় ক্রিকেট বোর্ড।

২০০৯ সাল থেকে বিদ্যুৎ বিল না মেটানোয় ৫ বছর আগে ওই স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আজকে সেই মাঠেই ম্যাচ রয়েছে ভারত এবং অস্ট্রেলিয়ার। তবে ম্যাচ নিয়ে আশঙ্কার মেঘ এখনও কাটছে না। কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, ম্যাচ খেলার জন্য বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। স্টেডিয়ামের বসার জায়গা এবং ভিতররের বেশকিছু জায়গায় বিদ্যুৎ থাকবে। ফ্লাড লাইটের জন্য জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। ফলে পুরো ম্যাচটাই জেনারেটরের ভরসায় চলবে। মাঝে কোনো বিভ্রাট হলে তার ঠিক কী সমাধান আছে তা জানা যায়নি।

এই জটিলতা তৈরি হয়েছে মূলত স্টেডিয়াম সংস্কারের পর। স্টেডিয়াম সংস্কারের পর পর্যবেক্ষণের দায়িত্বভার যায় পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লিউডি)-র হাতে। বাকি খরচ বহন করে ছত্তিশগড় ক্রিকেট বোর্ড। বকেয়া বিদ্যুৎ বিল নিয়ে এখন একে অন্যকে দোষারোপ করছে দুই সংস্থা।

অন্যদিকে আজ টসে জিতে ফিল্ডিং নিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। শেষ ম্যাচে ম্যাক্সওয়েলের ঝোড়ো ইনিংসে সিরিজ জয়ের আশা টিকিয়ে রেখেছে অজিরা। এখন দেখার আজকের ম্যাচ জিতে সিরিজ জিতে নেয় ভারত নাকি সমতা ফেরায় অস্ট্রেলিয়া।

স্টেডিয়ামের বকেয়া বিদ্যুৎ বিল ৩ কোটি টাকারও বেশি! ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ আদৌ নির্বিঘ্নে হবে?
Sourav Ganguly: রানার্স নয়, টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতকে দেখতে চান সৌরভ গাঙ্গুলি
স্টেডিয়ামের বকেয়া বিদ্যুৎ বিল ৩ কোটি টাকারও বেশি! ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ আদৌ নির্বিঘ্নে হবে?
ICC T-20 WC 2024: এই প্রথম বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে ইতিহাস সৃষ্টি উগান্ডার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in