নিজের ছেলেবেলায় ফিরে গেলেন সৌরভ গাঙ্গুলি। বৃহস্পতিবার ফাদারদের হাত থেকে গ্লোবাল জেভেরিয়ান অ্যাওয়ার্ড নিতে সেন্ট জেভিয়ার্স কলেজে এসেছিলেন তিনি। যা ১৮৬০ সালে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বোচ্চ পুরস্কার।
সৌরভ রসিকতার সুরে অতীতে ফিরে জানান, "সেন্ট জেভিয়ার্সে সবচেয়ে কড়া যে ফাদার তাঁর শাসন তিনি সহ্য করেছেন। গ্রেগ চ্যাপেলের চেয়ে অনেক ভালো ছিলেন সেই ফাদার। তিনি অন্তত হাসতেন।"
এরপরই ওঠে ভারতীয় দলের প্রসঙ্গ। ভারতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক ব্যর্থতায় তাঁর সতীর্থ রাহুল দ্রাবিড়কে অনেক সমালোচনা সহ্য করতে হচ্ছে। সৌরভ বলেন, "চারপাশ থেকে উগ্র সমালোচনা এলেও রাহুলকে সেই সমালোচনা সহ্য করতে হবে। মুখ্যমন্ত্রীকে শুনতে হয়। প্রধানমন্ত্রীকেও শুনতে হয়। ইন্ডিয়ান কোচও শুনবেন সেটাই স্বাভাবিক।"
আসন্ন এশিয়া কাপ আর বিশ্বকাপে ভারত পাক ম্যাচ নিয়ে মহারাজ জানান, "আমার পক্ষে বলা কঠিন হবে। দুই দলই সত্যিই ভালো। পাকিস্তানের দল ভালো, ভারতও খুব শক্তিশালী। যে ভালো খেলবে সে জিতবে, আমার মনে হয় না এক্ষেত্রে ফেভারিট বলে কেউ আছে। যে ভালো খেলবে সে বিজয়ী হবে।
যুজবেন্দ্র চাহালকে বাদ দিয়ে অক্ষর প্যাটেলকে নেওয়ায় অনেকে সমালোচনা করছেন। তবে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, "আপনার কাছে কেবল তিনজন স্পিনার থাকতে পারে এবং আমি মনে করি তারা অক্ষরকে বেছে নিয়ে সঠিক কাজ করেছেন। কারণ অক্ষর ব্যাটও করতে পারে।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন