আইপিএলের ইতিহাসে এক বেনজির দৃষ্টান্ত স্থাপন করলেন জস বাটলার। শুক্রবার পাঞ্জাবের বিপক্ষে রানের খাতা না খুলেই ফিরে যান এই ইংলিশ উইকেটকিপার। রাজস্থান রয়্যালসের তারকা ব্যাটার চলতি আইপিএলে এই নিয়ে মোট পাঁচ বার শূন্য রানে আউট হলেন। আইপিএলের এক মরশুমে এতবার ডাক আউট হওয়ার নজির আর কোনো ক্রিকেটারের নেই।
আইপিএলে এক মরশুমে চারবার শূন্য রানে আউট হয়েছেন ৬ জন ক্রিকেটার। ২০০৯ সালে ডেকান চার্জার্সের হয়ে খেলার সময় চার বার ডাক আউট হন হার্শেল গিবস। ২০১১ সালে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার মিঠুন মানহাসও চারবার শূন্য রানে ফেরেন। এরপর ২০১২ সালে পুনে ওয়ারিয়র্সের মনীশ পান্ডে, ২০২০ সালে দিল্লি ক্যাপিটালসের শিখর ধাওয়ান, ২০২১ সালে কলকাতা নাইট রাইডার্সের ইয়ন মর্গ্যান এবং পাঞ্জাব কিংসের নিকোলাস পুরানও চারবার ডাক আউট হয়েছিলেন। বাটলারই প্রথম ক্রিকেটার যিনি এক আসরে পাঁচবার শূন্য রানে ফিরলেন।
এবারের আসরে বাটলার ১৪ ম্যাচে ২৮.০০ গড়ে এবং ১৩৯.০০ স্ট্রাইক রেটে ৩৯২ রান করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ৪ টি। এবার রান তাড়া করতে নেমেই বারবার সমস্যার মধ্যে পড়েছেন গত আসরে ৮৬৩ রান করা বাটলার। এবার রান তাড়া করতে নেমে বাটলার রান করেছেন যথাক্রমে ১৯, ০, ৪০, ০, ০, ০, ০। সাত ইনিংসে চেজ করতে নেমে মোট ৫৯ রান করেছেন। ডাক আউট হয়ে ফিরেছেন পাঁচবার।
গতকাল, বাটলার শূন্য রানে আউট হলেও ম্যাচ জিতে নিজেদের প্লে অফের দৌড়ে আপাতত টিকিয়ে রেখেছে রাজস্থান রয়্যালস। পাঞ্জাবের দেওয়া ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেটে জয় পায় সঞ্জু স্যামসনের দল। রাজস্থানের হয়ে এই ম্যাচে হাফ-সেঞ্চুরি করেন যশস্বী জয়সওয়াল এবং দেবদূত পাডিক্কেল। এছাড়াও ২৮ বলে ৪৬ রানের মূল্যবান ইনিংস খেলেন শিমরন হেটমায়ার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন