দুবাইয়ের প্রাকৃতিক বিপর্যয়ের কারণে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বে অংশ নিতে পারলেন না ভারতের দুই কুস্তিগীর। দীপক পুনিয়া এবং সুজিত কলকল দুবাইয়ের বিমানবন্দরেই আটকে পড়েন। যোগ্যতা অর্জনের জন্য আর মাত্র একটি সুযোগ পাবেন তাঁরা।
সংযুক্ত আরব আমিরশাহিতে গত ৭৫ বছরের রেকর্ড ভেঙেছে বুধবারের বৃষ্টি। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ২৪ ঘন্টায় প্রায় ২৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাতিল করতে হয়েছিল একাধিক বিমান। বহু বিমান নির্ধারিত সময়ের অনেক পরে উড়েছিল। যার জেরে কিরগিজস্থানে সঠিক সময়ে পৌঁছতে পারেননি দীপক এবং সুজিত। শুধু দুই কুস্তিগীরই নন, তাঁদের সাথে আটকে পড়েন তাঁদের কোচ কমল মালিকভ এবং ফিজিও শুভম গুপ্তাও।
কিরগিজস্থানের বিশখেকে যোগ্যতা অর্জনের জন্য যেতে হতো দুই ভারতীয় কুস্তিগীরকে। এশিয়ান কুস্তি কোয়ালিফায়ার্সে দীপক অংশগ্রহণ করতেন ৮৬ কেজি বিভাগে এবং সুজিত অংশ নিতেন ৬৫ কেজি বিভাগে। কিন্তু নির্ধারিত সময় শুক্রবার সকাল ৮ টার মধ্যে সেখানে উপস্থিত হতে পারেননি দুই ভারতীয় কুস্তিগীর। তাঁদের কাছে আর মাত্র একটি সুযোগ আছে।
সুজিত কালকালের বাবা দয়ানন্দ বলেন, "ওরা সময়ের মধ্যে পৌঁছতে পারলে খুবই ভালো লাগতো। ওরা বিমানবন্দরের মেঝেতে ঘুমিয়েছে। তবে এখন তাদের সুস্থতা কামনা করছি। ওরা সাবধানে থাকুক।"
উল্লেখ্য, গত ২ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত রাশিয়ার দাগেস্তানে প্রশিক্ষণ নিচ্ছিলেন এই দুই ভারতীয় কুস্তিগীর। ১৬ এপ্রিল মাকাচকালা থেকে দুবাই হয়ে বিশখেক যাওয়ার বিমানে উঠেছিলেন তাঁরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন