Durand Cup: সকাল থেকেই ডার্বির টিকিটের জন্য লম্বা লাইন, সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে

১ ও ২ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিক্রি হবে ডুরান্ডের টিকিট। ৩ তারিখ সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বিক্রি হবে টিকিট।
ডার্বির টিকিটের লাইন
ডার্বির টিকিটের লাইননিজস্ব ছবি
Published on

রবিবার ডুরান্ড কাপের মেগা ফাইনাল। বাংলার দুই প্রধান মুখোমুখি হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। ফাইনালের টিকিটের চাহিদা তুঙ্গে। ১ ও ২ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং ৩ তারিখ সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বিক্রি হবে ফাইনালের টিকিট। আগে এলে আগে পাওয়া যাওয়ার ভিত্তিতে টিকিট বিক্রি করা হবে। দুই ক্লাব থেকেই টিকিট বিক্রির সময় এক।

শুক্রবার সকাল থেকেই মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই ক্লাবের বাইরেই লম্বা লাইন। ১৩২তম ডুরান্ড কাপে সব ম্যাচের মতো ফাইনালেও অনলাইন টিকিট থাকছে না। টিকিটের দামও থাকছে অপরিবর্তিতই। ৮টি ডার্বিতে হারের পরে প্রায় সাড়ে ৪ বছর পরে ডুরান্ড কাপেরই গত ডার্বিতে নন্দকুমারের গোলে ১-০ ব্যবধানে জেতে ইস্টবেঙ্গল। সেই কারণে মোহনবাগানের কাছে ফাইনালেই বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে।

বৃহস্পতিবার এফসি গোয়াকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে মোহনবাগান। দলকে ফাইনালে তুলে সাদিকু বলেন, 'সমর্থকরা ডার্বি জিততে চায়। কোচ যাই বলুক না কেন, আমার কাছে রবিবারের ডার্বি বদলার। কারণ আগের ডার্বি আমার প্রথম ম্যাচ ছিল। আমি খুব বাজে খেলেছিলাম। দলকে ফাইনালে তুলতে পেরে দারুণ লাগছে। এবার আশা করি সমর্থকরা আমাকে ভালবাসবে।'

বৃহস্পতিবার জয়সূচক গোল এবং দলের জয় দু'বছরের ছেলেকে উৎসর্গ করেন সাদিকু। বিশ্বমানের গোলের পর অভিনব সেলিব্রেশন করতে দেখা গিয়েছিল তাঁকে। অন্যদিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো বলেন, 'আমার কাছে ডার্বি বদলার নয়। কারণ এটা আমাদের প্রাক মরশুম প্রস্তুতি। আমাদের সামনে এএফসি কাপ আছে। আইএসএল আছে। সেগুলোর জন্য প্রস্তুতি নিতে হবে।'

ডার্বির টিকিটের লাইন
Chess Competition: এশিয়ান গেমসের আগে কলকাতায় দাবার আসর, শহরে আসছেন প্রজ্ঞানন্দ!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in