Durand Cup: মরশুমের শুরুতেই নৌকাডুবি, রাজস্থান ইউনাইটেডের কাছে হেরে ডুরান্ড শুরু এটিকে মোহনবাগানের

দু'বার এগিয়ে থেকেও শেষ রক্ষা হলো না। একাধিক সুযোগ নষ্টের খেসারত দিতে হলো মেরিনার্সদের। শনিবার যুবভারতীতে উপযুক্ত স্ট্রাইকারের অভাব বেশ অনুভব করলো ফেরান্ডো বাহিনী।
এটিকে মোহনবাগান বনাম রাজস্থান ইউনাইটেড
এটিকে মোহনবাগান বনাম রাজস্থান ইউনাইটেডছবি সৌজন্যে ডুরান্ড কাপ ট্যুইটার হ্যান্ডেল
Published on

ডুরান্ডের শুরুতেই নৌকাডুবি। রাজস্থান ইউনাইটেডের কাছে ২-৩ গোলে হেরে মরশুম শুরু করলো এটিকে মোহনবাগান। দু'বার এগিয়ে থেকেও শেষ রক্ষা হলো না। একাধিক সুযোগ নষ্টের খেসারত দিতে হলো মেরিনার্সদের। শনিবার যুবভারতীতে উপযুক্ত স্ট্রাইকারের অভাব বেশ অনুভব করলো ফেরান্ডো বাহিনী।

এদিন প্রথমার্ধের অল্প সময় আগে প্রথম গোলের মুখ খোলে এটিকে মোহনবাগান। আশিক কুর্নিয়ান মাঝ মাঠে বল পেয়ে পাস বাড়ান হুগো বুমোসকে। বুমোস আবার বল ঠেলে দেন কুর্নিয়ানকে। এবার কেরলের স্ট্রাইকার ক্রস বাড়ান কিয়ান নাসিরিকে। আর নাসিরি কোনো ভুল করেননি।

কিয়ান নাসিরির গোলে এগিয়ে গেলেও মাত্র দু'মিনিট এই লীড ধরে রেখেছিলো মেরিনার্সরা।প্রথমার্ধের যোগ করা সময়েই রাজস্থানকে সমতা এনে দেন বেকতুর আমাঙ্গেলদিয়েভ। দ্বিতীয়ার্ধের শুরুতে আবার লীড পায় মোহনবাগান। হুগো বুমোসের ফ্রী কিক থেকে বল পেয়ে গোল করেন আশিক কুর্নিয়ান। ৭৭ মিনিটে এসে আবার সমতা ফিরে পায় রাজস্থান। রাজস্থানের হয়ে দ্বিতীয় গোলটি করেন লালরেমসাঙ্গা।

এটিকে মোহনবাগানের সামনে এদিন সুযোগ ছিলো আরও একাধিক গোল করার। তবে শুরু থেকেই সুযোগ নষ্ট করে যায় ফেরান্ডোর দল। রাজস্থান ইউনাইটেড অপেক্ষাকৃত কমজোর দল নিয়েও বাজিমাৎ করে গেলো যুবভারতীতে। রেফারির শেষ বাঁশি বাজানোর ঠিক আগের মুহূর্তেই জয়সূচক গোলটি পেয়ে যায় তারা। বক্সের মধ্যে সহজ বল পেয়ে গোল করে দেন গিয়ামার নিকুম। এরপর মেরিনার্সদের সমতা ফেরানোর কোনো সুযোগই ছিল না।

এটিকে মোহনবাগান বনাম রাজস্থান ইউনাইটেড
AFC কাপে কেরালা ও এটিকে মোহনবাগানকে খেলতে দেওয়ার জন্য ফিফার কাছে আবেদন ক্রীড়ামন্ত্রকের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in