আরজি কর কাণ্ডে প্রতিবাদের জের। বাতিল করা হল রবিবারের ডুরান্ড কাপের ডার্বি। আরজি কর কাণ্ডে শহরের বিভিন্ন প্রান্তে নানান কর্মসূচি চলছে তাই পুলিশ দিতে পারবে না রাজ্য সরকার। সেই কারণে বাতিল করা হল ডুরান্ড কাপের ডার্বি।
ডার্বি চলাকালীন খেলার মাঠেই আরজি কর কান্ডের বিচার চেয়ে প্রতিবাদ জানানো হবে। শনিবার সকাল থেকে এই নিয়ে একাধিক পোস্টার সোস্যাল মিডিয়ায় ঘুরছিল। বেশ জোরালো হয়েছিল খেলার মাঠে আওয়াজ তোলার দাবি। স্লোগান দেওয়া হয়েছিল - 'গ্যালারিজুড়ে একটাই স্বর/জাস্টিস ফর আরজি কর।' কিন্তু বিকেলের দিকে জানা যায় ডার্বিই বাতিল করে দেওয়া হয়েছে। ডার্বিতে দুই দলের সমর্থকরাই ব্যানার পোস্টার নিয়ে মাঠে আসবেন আরজিকর কাণ্ডের বিচার চাইতে। তাই নিরাপত্তার জন্য হচ্ছে না ডার্বি। অনেকেই দাবি করছেন আর্মির টুর্নামেন্টে সেনাবাহিনীই নিরাপত্তা দিতে পারত। রাজ্য পুলিশের দরকার হত না।
শনিবার দুপুরে প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠক হয় ডুরান্ড কমিটির। তারপর এই সিদ্ধান্ত। প্রথমে ম্যাচ সরিয়ে অন্যত্রও নিয়ে যাওয়ার কথা ওঠে। কিন্তু এতো কম সময়ে তা সম্ভব নয় আর সেপ্টেম্বরে শুরু হয়ে যাবে আইএসএল। তাই ৩১ আগস্টের মধ্যেই শেষ করতে হবে ডুরাণ্ড। দুই দলকে এক পয়েন্ট করে ভাগ করে দেওয়া হবে।
মোহনবাগান গোলপার্থক্যতে এগিয়ে থাকায় তারাই গ্রুপ শীর্ষে থেকে নকআউটে যাবে। আর টিকিটের টাকাও দর্শকদের ফিরিয়ে দেওয়া হবে। জামশেদপুরে আর্মি একাদশের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলবে মোহনবাগান। বেঙ্গালুরু আর কেরালা ব্লাস্টার্স-র মধ্যে জয়ী দলের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন