Durand Cup: ডার্বিতে ভরলো না মাঠ, কলকাতায় থেকেও এলেন না অরিজিৎ সিং, খেলা দেখলেন ভিকি কৌশল

ভিকি জানান, "খুব খুশি লাইভ দেখতে পেরে ডার্বি। অন্যরকম অনুভূতি। ডুরান্ড কমিটিকে ধন্যবাদ। আমার বাবা ছোট বেলা থেকে ডুরান্ড দেখতেন তিনি খুব গর্বিত হয়েছিলেন যে আমি ডুরান্ডের সঙ্গে যুক্ত হয়েছি।"
কলকাতায় ডার্বি দেখতে ভিকি কৌশল
কলকাতায় ডার্বি দেখতে ভিকি কৌশল ছবি সংগৃহীত
Published on

কলকাতা ডার্বি দেখতে হাজির অভিনেতা ভিকি কৌশল। ব্যক্তিগত কাজে কলকাতায় এসেছিলেন তিনি। ডুরান্ড কমিটি তাঁকে আমন্ত্রণ জানায়। সেই আহ্বানে সাড়া দিয়েছেন তিনি। তবে কলকাতায় থেকেও এলেন গায়ক অরিজিৎ সিং।

শনিবার ভিকি জানান, "খুব খুশি কলকাতায় এসে। লাইভ দেখতে পেরে ডার্বি। অন্যরকম অনুভূতি। ডুরান্ড কমিটিকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আমার বাবা ছোট বেলা থেকে ডুরান্ড দেখতেন তিনি খুব গর্বিত হয়েছিলেন যে আমি ডুরান্ডের সঙ্গে যুক্ত হয়েছি।" এছাড়া বিরতিতে পারফরম্যান্সও করেন ক্যাটরিনা কাইফের স্বামী।

তবে অরিজিৎ সিং কলকাতায় থাকলেও মাঠে এলেন না। চলতি বছর ডুরান্ড কাপের ১৩২তম সংস্করণের থিম সং ‘ভিডে’ গেয়েছেন অরিজিৎ সিং। তাঁর সঙ্গে এই গানে গলা মিলিয়েছিলেন ভিভিয়ান ফার্নান্দেজ। ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিংয়ের স্বপ্নের প্রকল্প অদিতি ইনস্টিটিউট অব স্পোর্টসের ২২জন খুদে প্রতিভাও উপস্থিত ছিল।

সবথেকে আশ্চর্য এদিনের ডার্বি নিয়ে যে উন্মাদনা দেখা গেছিল, হলো তার উল্টো। পুরো মাঠ ভরলো না। মাঠের বাইরে দুই ক্লাবের সমর্থকদের মধ্যে যতই যুদ্ধংদেহী মেজাজ থাকুক, গত কয়েক বছর ধরে ডার্বিতে কিন্তু মাঠে সেই হাড্ডাহাড্ডি লড়াই উধাও। গত আটটি ডার্বিতে টানা জিতে আসছে সবুজ-মেরুন শিবির, এই মরশুম থেকে নাম বদলে যারা হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। সবুজ-মেরুন জনতা তাদের চিরপ্রতিদ্বন্দীদের উদ্দেশ্যে স্লোগানই তৈরি করে ফেলেছিলেন, ‘যতবার ডার্বি, ততবার হারবি’। কিন্তু এবার আর এই স্লোগান দিতে পারলো না মোহনবাগান অনুরাগীরা। মোহনবাগানকে ১-০ ব্যবধানে হারালো কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা।

কলকাতায় ডার্বি দেখতে ভিকি কৌশল
Durand Cup: ডার্বির রঙ লাল-হলুদ, 'ফেভারিট' মোহনবাগানকে হারিয়ে ডার্বিতে জয়ের খরা কাটালো ইস্টবেঙ্গল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in