বাইশ গজে ফের বল বিকৃতির ঘটনা, ৪ ম্যাচ সাসপেন্ড ডাচ ক্রিকেটার ভিভিয়ান কিংমা

চারটি ওডিআই/টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে সাসপেন্ড করা হয়েছে কিংমাকে। পাশাপাশি ম্যাচে নেদারল্যান্ডসকে পাঁচ রানের পেনাল্টি দেয় আম্পায়াররা। যা যুক্ত হয় আফগানিস্তানের স্কোর বোর্ডে।
ভিভিয়ান কিংমা
ভিভিয়ান কিংমাছবি সংগৃহীত
Published on

বাইশ গজে আবারও ঘটলো বল বিকৃতির ঘটনা। দোহায় আফগানিস্তান বনাম নেদারল্যান্ডসের শেষ ওডিআই ম্যাচে বল বিকৃতির অভিযোগ উঠলো ডাচ দলের বিপক্ষে। নেদারল্যান্ডকে পাঁচ রানের পেনাল্টি দেয় আম্পায়ার। সেইসঙ্গে বল বিকৃতি করা ক্রিকেটার ভিভিয়ান কিংমাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল(ICC)।

মঙ্গলবার তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান এবং নেদারল্যান্ডস। সেই ম্যাচে বল বিকৃতি করে আচরণবিধি লেভেল-থ্রি লঙ্ঘন করেন ভিভিয়ান কিংমা। ম্যাচের ৩১ তম ওভারে ঘটে এই ঘটনা। বল থেকে বাড়তি সুবিধা পাওয়ার জন্য নখ দিয়ে বল ঘষছিলেন কিংমা। আম্পায়াররা বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গেই বল পরিবর্তন করেন। ম্যাচ শেষে অপরাধ মেনেও নেন ডাচ বোলার। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এই বিষয়ে একটি বিবৃতি জারি করে বলেছে, "ভিভিয়ান কিংমা বল বিকৃতির জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। তাকে চারটি ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে। কিংমার শাস্তিমূলক রেকর্ডে পাঁচটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। ২৪ মাস সময়কালে এটি ছিল কিংমার প্রথম অপরাধ।"

আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী, কোনো ক্রিকেটার বল বিকৃতির চেষ্টা করলে ৪১.৩ নম্বর ধারা ভঙ্গ হবে। এই ঘটনার পর চারটি ওডিআই/টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে সাসপেন্ড করা হয়েছে কিংমাকে। পাশাপাশি ম্যাচে নেদারল্যান্ডসকে পাঁচ রানের পেনাল্টি দেয় আম্পায়াররা। যা যুক্ত হয় আফগানিস্তানের স্কোর বোর্ডে।

ভিভিয়ান কিংমা
Santosh Trophy: করোনা পরিস্থিতিতে পিছিয়ে দেওয়া হলো সন্তোষ ট্রফি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in