CFL: ৪ বছর পর নিজেদের মাঠে রেলের গতি আটকে ৫ গোল ইস্টবেঙ্গলের

বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে বিনো জর্জের ছেলেরা। ইস্টার্ন রেলকে ৫-১ গোলে হারালো লাল হলুদ ব্রিগেড।
আজকের ম্যাচের ছবি
আজকের ম্যাচের ছবিছবি - ইস্টবেঙ্গলের ফেসবুক পেজ
Published on

৪ বছর পরে ঘরের মাঠে নেমে ৫ গোল করলো ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার ইস্টার্ন রেলকে ৫-১ গোলে হারালো লাল হলুদ ব্রিগেড।

বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে বিনো জর্জের ছেলেরা। ম্যাচের ২০ মিনিটে ফ্রি কিক থেকে শট নেন দীপ সাহা কিন্তু গোলরক্ষক আটকে দিলে ফিরতি বল থেকে গোল করেন অভিষেক কুঞ্জন। এরপর ম্যাচের ৩১ মিনিটে রেলের ডিফেন্সকে বোকা বানিয়ে গোল করলেন লাল হলুদের গিল।

ম্যাচের ৩৫ মিনিটে আবার সেই একই ভুল করে ইস্টার্ন রেলের ডিফেন্স। লাল হলুদের হয়ে গোল করেন আমান। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫১ মিনিটে কর্নার থেকে অসাধারণ শট। ইস্টবেঙ্গলের ভুল বোঝাবুঝির ফলে গোল করে দলের ব্যবধান কমান দিব্যেন্দু চান্ডা।

৭৮ মিনিটে ফের গোল করেন ইস্টবেঙ্গলের আমান। বিপক্ষ দলের গোলরক্ষককে চমকে দিয়ে গোল করেন তিনি। তার ১০ মিনিট পরেই ৮৮ মিনিটে দলের পঞ্চম গোলটি করেন রাজিবুল মিস্ত্রি। ৫-১ ব্যবধানে জিতেই মাঠ ছাড়ল শতবর্ষ প্রাচীন ক্লাব। ম্যাচের শেষে উচ্ছ্বাসে ভাসলেন লাল হলুদ সমর্থকরা। গ্যালারি টপকে সমর্থকরা মাঠে ঢুকে যান অনেকে। ফুটবলারদের সঙ্গে ছবিও তুললেন তাঁরা।

আজকের ম্যাচের ছবি
CFL: মোহনবাগান ম্যাচে রেফারি নিয়ে ক্ষোভ, IFA-কে চিঠি দিচ্ছে কালীঘাট
আজকের ম্যাচের ছবি
'THE 42' থেকে ঝাঁপ দিয়ে ডুরান্ড কাপ উদ্বোধন সেনা কর্তার! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী কলকাতা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in