CFL: লাল-হলুদ ঝড়ে উড়ে গেল খিদিরপুর! ১০ গোল দিয়ে লিগে নজির ইস্টবেঙ্গলের

People's Reporter: ঘরের মাঠে সুপার সিক্সের ম্যাচে খিদিরপুরকে ১০-১ গোলে হারালো ইস্টবেঙ্গল। এর আগে ১৯৪৯ সালে শেষবার ইস্টবেঙ্গল কলকাতা লিগে ১০ গোল দিয়েছিল।
১০-১ গোলে খিদিরপুরকে হারালো ইস্টবেঙ্গল
১০-১ গোলে খিদিরপুরকে হারালো ইস্টবেঙ্গলছবি - ইস্টবেঙ্গলের ফেসবুক পেজ
Published on

১০ গোল দিয়ে জয়। চলতি কলকাতা লিগে ইতিহাস। শেষ কবে কলকাতা লিগে একটা দল এতো গোলে জিতেছিল সেটা মনে করা কার্যত অসম্ভব। আইএসএলে জামশেদপুর ম্যাচ ড্র করলেও মঙ্গলবার কলকাতা লিগে ঘরের মাঠে সুপার সিক্সের ম্যাচে খিদিরপুরকে ১০-১ গোলে হারালো ইস্টবেঙ্গল। এর আগে ১৯৪৯ সালে শেষবার ইস্টবেঙ্গল কলকাতা লিগে ১০ গোল দিয়েছিল।

মঙ্গলবার প্রথম থেকেই খিদিরপুরের রক্ষণে ভাঙন ধরায় ইস্টবেঙ্গল। ম্যাচের ৬ মিনিটেই ফ্রি-কিক থেকে গোল করেন পিভি বিষ্ণু। ১০ মিনিটে ফের গোল করেন তিনি। ৩৮ মিনিটে বিষ্ণুর নিজের হ্যাট্রিকের সাথে দলের ৩ নম্বর গোল করেন বিষ্ণু।

এরপরে ৪১ মিনিটে মহিতোষের গোলে ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। মাত্র ৭ মিনিটের মধ্যে নিজের হ্যাট্রিক পূরণ করেন মহিতোষ। ৪৫ মিনিট এবং প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+২মিনিট) গোল করেন তিনি। তবে ৪৩ মিনিটে যদিও ব্যবধান কমায় খিদিরপুর। প্রথামর্ধ শেষ হয় ৬-১ ব্যবধানে।

সেকেন্ড হাফের শুরুতেই ৫১ মিনিটে ফের গোল করেন বিষ্ণু। ৫৪ মিনিটে গোল করলেন জেসিন টিকে। একের পর এক গোল হজম করে গা ছাড়া মনোভাব হয়ে যায় খিদিরপুরের। ৫৬ মিনিটে তারা গোলরক্ষক পরিবর্তন করে। তবুও কাজের কিছু হলো না। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন ভিপি সুহের। ৮২ মিনিটে ফের একটি গোল করেন সুহের। ১০-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।

১০-১ গোলে খিদিরপুরকে হারালো ইস্টবেঙ্গল
Asian Games 2023: ৪১ বছর পর অশ্বারোহণে সোনা - এশিয়াডে তৃতীয় সোনা জয় ভারতের
১০-১ গোলে খিদিরপুরকে হারালো ইস্টবেঙ্গল
Santosh Trophy 2023-24: প্রকাশ্যে সন্তোষ ট্রফির গ্রুপ, বাংলার সামনে কঠিন প্রতিপক্ষ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in