রেলওয়ে এফসিকে বেলাইন করলো ইস্টবেঙ্গল। একাধিক গোলে জেতা ম্যাচ জিতলো ২-০ ব্যবধানে। ১০ মিনিটের মাথায় নিশ্চিত গোল নষ্ট করেন ইস্টবেঙ্গলের আমন। পায়ের কাজে তিনি তিনজনকে কাটিয়ে বক্সে প্রবেশ করেন। শটও নেন, কিন্তু সেটা বাইরে মারেন।
২০ মিনিটের মাথায় দুরন্ত গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন আমন (১-০)। দু'জনকে কাটিয়ে বাঁ প্রান্ত দিয়ে ঢুকে গোলটি করেন তিনি। এক গোল হজম করার পর কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে রেলওয়ে। তবে তাদের মধ্যে তাল-মিলের অভাব থাকায় প্রথমার্ধে গোলশোধ করতে পারেনি তারা। বিরতির আগে একটি সহজ সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল। ৩৭ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে ফাঁকা গোলে শট নেন বিষ্ণু। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি, বিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে বলটি কর্নার হয়ে যায়। প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে শেষ হয় ম্যাচ।
দ্বিতীয়ার্ধে ফিরে এসে একাধিক সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল। ৬৪ মিনিটের মাথায় লাল-হলুদের ব্যবধান বাড়ান নিশু কুমার (২-০)। বাঁ প্রান্ত থেকে বক্সে ঢুকে গোলটি করেন তিনি।
উল্লেখ্য, ডুরান্ড কাপে নিজেদের প্রথম ম্যাচেই লাল কার্ড দেখেছিলেন তিনি। ৭৩ মিনিটে ফাঁকা সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল। ডান দিক থেকে আমনের বাড়ানো পাস পেয়েও গোলের ছয় গজ দূর থেকে বলটিকে জালে জড়াতে ব্যর্থ হন সঞ্জীব ঘোষ। ৮৭ মিনিট নাগাদ গোল লক্ষ্য করে একটি শট করেছিলেন তন্ময় দাস। কিন্তু তাতে গোল ব্যবধান বাড়াতে পারেনি ইস্টবেঙ্গল। ফলে ২-০ গোলের ফলাফল নিয়েই মাঠ ছাড়ে লাল-হলুদ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন