ডার্বি জয়ের পরে ক্যালকাটা কাস্টমস ম্যাচে ড্র করে ছন্দপতন হয়। কিন্তু এরপরই ঘুরে দাঁড়ালো ইস্টবেঙ্গল। ঘরের মাঠে পুলিশ এসিকে ৬-০ গোলে হারালো লাল হলুদ ব্রিগেড।
কলকাতা লিগে ইস্টবেঙ্গলের অন্যতম ভরসা সায়ন, বিষ্ণু ও জেসিন। শুক্রবার পুলিশের বিরুদ্ধে প্রথম একাদশে এই ৩ তারকাকেই রাখেন লাল-হলুদের রিজার্ভ দলের কোচ বিনো। জোড়া গোল করেন জেসিন টিকে। এছাড়া আমন টিকে, শ্যামল বেসরা, পিভি বিষ্ণু এবং সায়ন ব্যানার্জি গোল পান। শুরু থেকেই আক্রমণ নির্ভর ফুটবল খেলে লাল হলুদ ব্রিগেড। ম্যাচের ১৭ মিনিটে সায়নের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল এরপর দ্বিতীয় গোলটি করেন বিষ্ণু। প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে একের পরে এক আক্রমণ করে পুলিশের ব্যারিকেড ভেঙে দেয় টিম লাল হলুদ। ৬৪ মিনিটে বাঁ প্রান্ত থেকে আমনের পাসে গোল করেন শ্যামল বেসরা। ৩ মিনিট পরে সঞ্জীব ঘোষের পাস থেকে গোল করে যান জেসিন টিকে। ৭২ মিনিটে ফের গোল করেন জেসিন টিকে। তাঁকে পাস দেন সায়ন। এরপর খেলার শেষদিকে আমন গোল করেন। এবারও পাস দেন সেই সায়নই। জয়ের ফলে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-তে শীর্ষস্থানে উঠে এলো ইস্টবেঙ্গল।
এদিন দলের ম্যাচ দেখতে আসেন লাল হলুদের সিনিয়র দলের হেড কোচ কার্লস কুয়াদ্রাত। দলের জয়ে স্বাভাবিকভাবেই খুশি তিনি। সাথে উপস্থিত ছিলেন সিনিয়র দলে চুক্তিবদ্ধ হওয়া জিকসন। কলকাতা লিগের ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ জানান, "কাস্টমস ম্যাচটা আমাদের জন্য ভালো যায়নি। তবে ঘরের মাঠে আসল ইস্টবেঙ্গলকে দেখা গেল। এই ফর্ম ধরে রাখতে চাই আমরা।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন