পিভি বিষ্ণু, সায়ন ব্যানার্জিকে ছাড়াই রেলকে বেলাইন করল ইস্টবেঙ্গল। কলকাতা লিগে ঘরের মাঠে রেলওয়ে এফসিকে ২-০ গোলে হারালো লাল হলুদ ব্রিগেড।
বুধবার রেলের বিরুদ্ধে আরও বেশি ব্যবধানে জিততে পারতো ইস্টবেঙ্গল। কিন্তু সম্ভব হয়নি রেলের গোলকিপার শুভঙ্করের একক দক্ষতায়। তাঁর হাতে কমপক্ষে ৩টি অবধারিত গোল আটকেছে।
এদিন ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গেই ফুটবল খেলে ইস্টবেঙ্গল। তবে কিছুতেই গোল আসছিল না। প্রথমার্ধ শেষ হওয়ার ইনজুরি টাইমে গোল পায় ইস্টবেঙ্গল। লেফট উইং থেকে বিপক্ষের গোল লক্ষ্য করে ক্রস করেন ইস্টবেঙ্গলের তরুণ খেলোয়াড় মহম্মদ মুশারফ। গোল লাইন ছেড়ে কিছুটা এগিয়ে গিয়েছিলেন শুভঙ্কর। বল চলে যায় সোজা গোলের মধ্যে। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল। অবশেষে ৭০ মিনিটে কর্নার থেকে ইস্টবেঙ্গলের আদিল আমন অসাধারণ গোল করে ব্যবধান বাড়ান। ২-০ জয় দিয়েই ম্যাচ শেষ করে ইস্টবেঙ্গল। ৬ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-র শীর্ষে ইস্টবেঙ্গল। ভবানীপুরও ৬ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়েছে। তবে গোল পার্থক্যতে এগিয়ে ইস্টবেঙ্গল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন