Durand Cup: ৮ ডার্বি হারলেও নিজেদের আন্ডারডগ মানছেন না ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত

কুয়াদ্রাত বলেন, চাপ তো এল ক্লাসিকোতেও আছে। অতীতেও আমি চাপ সামলেছি। তবে কলকাতা ডার্বি স্পেশাল ম্যাচ। শেষ আট ডার্বি জেতায় মানসিকভাবে ওরা ভালো জায়গায় থাকবে।
এক ফ্রেমে মোহনবাগান কোচ এবং ইস্টবেঙ্গল কোচ
এক ফ্রেমে মোহনবাগান কোচ এবং ইস্টবেঙ্গল কোচছবি - সংগৃহীত
Published on

চাপের মধ্যে রয়েছেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। কারণ গত ৮টি ডার্বিতে দল হেরেছে। শেষবার ইস্টবেঙ্গল ডার্বি জেতে ২০১৯ সালে। শনিবার হওয়া ডার্বিতে কি পারবেন হিসেব উলটে দিতে?

গত বছরের মাত্র দু'জন রয়েছে এই দলে। নাওরেম মহেশ এবং লালচুংনুঙ্গা। ডুরান্ডে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে দু'গোলে এগিয়ে থেকেও ড্র হয় ম্যাচ। আর সেই দলকেই মোহনবাগান ৫ গোল দেয়। খাতায় কলমে ফেভারিট মোহনবাগান। কিন্তু নিজেদের আন্ডারডগ ভাবছেন না লাল হলুদ কোচ।

শুক্রবার যুবভারতীতে সাংবাদিক সম্মেলনে কুয়াদ্রাত বলেন, 'ডার্বি অবশ্যই আমার কাছে বড় চ্যালেঞ্জ। আমি পুরো দল পাব না। দেখতে গেলে এটা আমাদের তৃতীয় প্রাক মরশুম ম্যাচ। গত মরশুমের মাত্র দু'জন প্লেয়ার নাওরেম এবং নুঙ্গা এই দলে আছে। তাই প্রত্যেক ম্যাচই আমাদের কাছে চ্যালেঞ্জ। তবে আমরা সুযোগের সদ্ব্যবহার করতে চাই। এটা আমাদের ট্যাকটিক্স পরীক্ষা করার মঞ্চ। সব ফুটবলার ৯০ মিনিট খেলার মতো অবস্থায় নেই। তারমধ্যে সেরা এগারোকে নামাতে হবে। জানি মোহনবাগান শক্তিশালী দল। ওরা এএফসি কাপের প্রস্তুতি নিচ্ছে। তবে আমাদের দলেও মন্দারের মতো ফুটবলার আছে।'

পাশপাশি কুয়াদ্রাত বলেন, 'চাপ তো এল ক্লাসিকোতেও আছে। অতীতেও আমি চাপ সামলেছি। তবে কলকাতা ডার্বি স্পেশাল ম্যাচ। শেষ আট ডার্বি জেতায় মানসিকভাবে ওরা ভালো জায়গায় থাকবে। আমরা প্রস্তুতির যথাযথ সময় পাইনি। দল গড়তে, প্লেয়ার পেতে সময় লেগেছে। এটা আমাদের হাতে ছিল না। তবে অজুহাত না দিয়ে এগিয়ে যেতে চাই।'

লাল-হলুদ কোচ আরও বলেন, 'আমাদের ম্যাচ জিততে হবে। আমরা ২ পয়েন্টও হারাতে পারব না। এটা প্লেয়ারদের বলে দিয়েছি। আমরা সমর্থকদের রেজাল্ট দিতে চাই। আমাদের ধারাবাহিক হতে হবে। বেঙ্গালুরুতে আমি যা করেছিলাম তেমনই সিদ্ধান্ত নিতে হবে। আমরা ডুরান্ড কাপ জিততে চাই। মোহনবাগানের মতো বড় দলের বিরুদ্ধে জেতা আমাদের লক্ষ্য। আমাদের তিন পয়েন্ট চাই।'

এক ফ্রেমে মোহনবাগান কোচ এবং ইস্টবেঙ্গল কোচ
Durand Cup: ডার্বির টিকিটের হাহাকার! কখন কোথায় পাওয়া যাবে ডার্বির টিকিট? জেনে নিন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in