জামশেদপুর এফসির সঙ্গে গোলশূন্য ড্র করে আইএসএল অভিযান শুরু করলো ইস্টবেঙ্গল। জেতার সুযোগ ছিল ইস্টবেঙ্গলের কাছে কিন্তু একাধিক গোলের সুযোগ নষ্ট করায় ড্র করেই মাঠ ছাড়তে হয়।
প্রথমার্ধে অন্তত দু'গোলে এগিয়ে যেতে পারতো ইস্টবেঙ্গল। ম্যাচের ৩ মিনিটে প্রথম সুযোগ আসে ইস্টবেঙ্গলের। বাইরে হেড করেন লাল হলুদের স্ট্রাইকার সিভেরিও। এছাড়া সেকেন্ড হাফে ৫১ আর ৮২ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ মিস করে ইস্টবেঙ্গল। এভাবেই জেতা ম্যাচে ড্র যুবভারতীতে।
যদিও দলের পারফরমেন্স দেখে খুশি ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত। ম্যাচের পরে তিনি বলেন, "আমরা সবে মরশুম শুরু করছি এবং অনেক কিছুই ধীরে ধীরে উন্নতি হবে। তবে ছেলেরা যা খেলেছে, তাতে আমি সন্তুষ্ট। অনেক ভালো ভালো সুযোগ তৈরি করেছি আমরা। শুরুতেই আমরা গোল পেয়ে গেলে ছবিটা পুরো বদলে যেত। সেক্ষেত্রে প্রতিপক্ষ গোল শোধ করার জন্য আরও ওপেন হয়ে যেত এবং আমরাও আরও আক্রমণ করতে পারতাম"।
পাশাপাশি তিনি বলেন, "সবাইকে বুঝতে হবে যে, উল্টোদিকের দলটাও আমাদের হারাতেই নেমেছিল। ওরাও ম্যাচ জেতার জন্য নেমেছিল। তবে রক্ষণে আমাদের আরও উন্নতি দরকার। জর্ডন, চুঙনুঙ্গা-রা এই দলে নেই। সেজন্য ডুরান্ড কাপে রক্ষণে যারা খেলেছিল, তাদের নিয়ে এই ম্যাচে নামতে পারিনি। সে দিক থেকে ক্লিন শিট রাখতে পারাটা ভালো। এক পয়েন্ট এসেছে। আমি সে জন্য খুশি। সব সময় তিন পয়েন্ট পাওয়া সম্ভব হয় না। পরের ম্যাচের জন্য আমাদের খেলোয়াড়দের ইতিবাচক হতে হবে"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন