একশো বছরের পুরনো ক্লাব। একসময় ভারতের সেরা ক্লাবের খেতাবও উঠেছিল ইস্টবেঙ্গলের মাথায়। সেই ইস্টবেঙ্গলই দিনে দিনে পিছিয়ে পড়ছে। পর পর আট ডার্বিতে হার। একদমই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া একটা দল। সেখানেই কোচ হয়ে এলেন কার্লেস কুয়াদ্রাত। এসেই চ্যালেঞ্জ নিলেন ক্লাব আবার মাথা তুলে দাড় করা করলেনও। তবে এখনও তিনি লড়ে যাচ্ছেন।
ইস্টবেঙ্গল কোচের এখন লক্ষ্য আইএসএল খেতাব জয়। তিনি বলেন, "এক সপ্তাহের মধ্যে তিনটি ম্যাচ খেলতে হবে আমাদের। বাকি দলগুলোকে কিন্তু তা করতে হচ্ছে না। ভারতে ফুটবল ক্যালেন্ডার সত্যিই খুব সমস্যার। কিন্তু কিছু করার নেই। আমরা পেশাদার ফুটবল ক্লাব। আমরা ফুটবল খেলার দিকেই নজর দেব। চেষ্টা করব আমাদের সম্মান ফিরিয়ে আনার। যাতে আমাদেরও কথার গুরুত্ব থাকে"।
পুজোর জন্য ম্যাচ কলকাতা থেকে ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে সরানো হয়েছে। তাই এটা এক প্রকার অ্যাওয়ে ম্যাচ বলা যায়। তবে সেসব নিয়ে মাথা ঘামাতে নারাজ কুয়াদ্রাত।
৩ ম্যাচে চার পয়েন্ট নিয়ে ৭ নম্বরে আছে ইস্টবেঙ্গল। তিন ম্যাচের মধ্যে একটিতে জয় একটিতে হার এবং একটিতে ড্র করেছে কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। তিনি জানান, "আমার খারাপ লাগছে সমর্থকদের জন্য। হোম ম্যাচ হলেও বাংলার বাইরে খেলতে হচ্ছে দলকে। তাই সমর্থকরা এই ম্যাচ উপভোগ করতে পারবে না। তাদের জন্য আমরা জিতেই ফিরতে চাই।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন