মিনি ডার্বিতে ইস্টবেঙ্গলের 'নিশ্চিত' পেনাল্টি দেননি হরিয়ানার ফিফা সার্টিফায়েড রেফারি হরিশ কুন্ডু। এবার তাঁর বিরুদ্ধে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছে ইস্টবেঙ্গল।
মঙ্গলবার ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছে ইস্টবেঙ্গল। নিম্নমানের রেফারিং নিয়ে ফেডারেশনকে কড়া বার্তা দিতেই নাকি বৈঠক ডাকা হয়েছে। ফেডারেশনে শুধু ইস্টবেঙ্গল নয়, আরও কয়েকটি ক্লাব অভিযোগ জানিয়েছে। বেশিরভাগ অভিযোগই রেফারিং-র বিরুদ্ধে।
অন্যদিকে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে রেফারিদের নিয়ে আলোচনায় বসবেন। উপস্থিত থাকবেন রেফারিদের প্রধান নির্দেশক ট্রেভর কটল। কেন বারবার এরকম ভুলভাল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার জবাবদিহি চাওয়া হতে পারে।
যদিও ট্রেভর বলেন, 'ভারতীয় ফুটবলে রেফারির মান উন্নত হচ্ছে। রেফারিরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে। ভার (VAR) এলে আরও ভালো হবে। প্রত্যেক রেফারির ব্যক্তিগত পারফরম্যান্স, রেফারি পরিদর্শকের রিপোর্ট দেখা হচ্ছে। কিছুক্ষেত্রে টেকনিক্যাল প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।'
যদিও ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, 'ইচ্ছা করে ইস্টবেঙ্গল যাতে সুপার সিক্সে না যেতে পারে প্রতিবার চক্রান্ত করা হচ্ছে। রেফারির মান ভালো হলে ইস্টবেঙ্গল ভালো খেলে। সেটা এএফসিতে প্রমাণ করে দিয়েছে'।
লাল-হলুদ কোচ অস্কার অবশ্য নাওরেম মহেশের উপর ক্ষুব্ধ হয়েছেন। মহামেডান ম্যাচে নন্দকুমারের পর লাল কার্ড দেখতে হয়ে নাওরেমকে। প্রথমে একটি হলুদ কার্ড দেখেছিলেন তিনি। পরে মাঠের মধ্যে ফুটবলার সুলভ আচরণ না করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি। কোচ বলেন, দলের কঠিন পরিস্থিতিতে মহেশের ওই কাজ করা উচিত হয়নি। এএফসি এবং আইএসএল-র কিছু পৃথক নিয়ম আছে। যা মেনে চলতে হয় সকলকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন