আনোয়ার আলি ইস্যুতে অন্তবর্তী রায় দিল ফেডারেশনের প্লেয়ারস স্ট্যাটাস কমিটি।আনোয়ারের চুক্তি ঠিক ভাবে না হলেও ফুটবলারের স্বার্থকে অগ্রাধিকার দেবে প্লেয়ারস স্ট্যাটাস কমিটি। ফিফার নিয়ম অনুযায়ী ফেডারেশনের কাছে সেই আর্জিও রাখছে প্লেয়ারস স্ট্যাটাস কমিটি। ৮ অগাস্ট ইস্টবেঙ্গল আর দিল্লি এফসি মতামত শোনার পরই পূর্ণাঙ্গ রায় দেবে প্লেয়ারস স্ট্যাটাস কমিটি।
শোনা যাচ্ছে ফুটবলারের ইচ্ছে সবার আগে মান্যতা পাবে। মোহনবাগানে নিজের ভবিষ্যত্ নিয়ে চিন্তার জন্য মোহনবাগানের দীর্ঘ লোন চুক্তি ছেড়ে পূর্ণাঙ্গ চুক্তিতে খেলতে চেয়ে আগেই চিঠি পাঠিয়েছিলেন আনোয়ার। নির্দিষ্ট সময়ের মধ্যে মোহনবাগানের তরফ থেকে সদুত্তর না পেয়েই ইস্টবেঙ্গলে সই করেন ভারতীয় ফুটবলের তারকা ডিফেন্ডার। ফেডারেশনের প্লেয়ারস স্ট্যাটাস কমিটির কাছে সবকিছু জানান আনোয়ার।
আনোয়ারকে এনওসি দিতে হবে মোহনবাগানকে। প্লেয়ারস স্টেটাস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, কোনও কারণ ছাড়াই মোহনবাগানের সঙ্গে আনোয়ারের চুক্তি ভাঙা বেআইনি। তাই এক্ষেত্রে ব্যান ও আর্থিক ক্ষতিপূরণের সম্মুখীন হতে পারে প্লেয়ার। আর এই কারণেই ট্রান্সফার ব্যানের সম্মুখীন হতে পারে দিল্লি এফসি ও ইস্টবেঙ্গল। তাদেরকে পাঁচদিনের মধ্যে নিজেদের তরফের বক্তব্য জানতে চাওয়া হয়েছে পিএসসির তরফ থেকে।
শাস্তির মুখে পড়তে হতে পারে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিকে। নিয়ম ভেঙে ফুটবলার সই করিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে দুই ক্লাব। সূত্রের খবর, আনোয়ারকে ছাড়ার জন্য বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছে মোহনবাগান। এই অঙ্ক নাকি প্রায় ১৫ কোটির কাছাকাছি। অঙ্কের পরিমাণ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন