বৃহস্পতিবার জামশেদপুরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। এই ম্যাচ জিততে পারলেই ইস্পাতনগরীর দলকে সরিয়ে প্রথম ছয়ে উঠে যাবে শতাব্দী প্রাচীন ক্লাব। লাল-হলুদ কোচ কার্লস কুয়াদ্রাতের টার্গেটও তিন পয়েন্ট।
সুপার কাপ জেতার পর থেকেই ছন্দ পতন হয়েছে ইস্টবেঙ্গলের। তা অবশ্য মেনেই নিয়েছেন কার্লস কুয়াদ্রাত। লিগ টেবিলে জামশেদপুর রয়েছে ৬ নম্বর স্থানে। ইস্টবেঙ্গল আছে অষ্টম স্থানে রয়েছে। লাল-হলুদের পয়েন্ট ১৫ এবং জামশেদপুরের পয়েন্ট ১৭। আগামীকাল ম্যাচ জিততে পারলেই ইস্টবেঙ্গলের পয়েন্ট হবে ১৮। জামশেদপুর ম্যাচের আগে সাংবাদিকদের লাল-হলুদ কোচ বলেন, "জামশেদপুর খুবই কঠিন প্রতিপক্ষ। ওদের খেলার মধ্যে তীব্রতা থাকে। আমরাও এখন ভালো খেলছি। তাই আশা করি ধারাবাহিকতা বজায় রাখতে পারব'।
তিনি আরও বলেন, "এই ম্যাচটা আমাদের কাছে একটা কঠিন চ্যালেঞ্জ। আমাদের মতো ওরাও প্লে অফে যাওয়ার দৌড়ে আছে। জামশেদপুরকে আমরাই হারিয়েছিলাম সুপার কাপ সেমিফাইনালে। তার পর থেকে ওদের কেউ হারাতে পারেনি। ওরা অপরাজিত রয়েছে। ওদের আমরা আবার হারাতে চাই"।
লাল-হলুদ কোচ আরও বলেন, "কাল তিন পয়েন্ট পাওয়া আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আইএসএলে ইস্টবেঙ্গল কখনও পরপর দুটো ম্যাচে জেতেনি। তাই এটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। আমার ছেলেরা ম্যাচটা জিততে চায়। আমরা কাল তিন পয়েন্টের জন্যই লড়াই করব"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন