সদ্য সুপার কাপ জেতা ওড়িশার নন্দকুমারকে সই করালো ইস্টবেঙ্গল

আগামী ৩ বছরের জন্য তাঁকে দলে নিল শতাব্দী প্রাচীন ক্লাব। নন্দকুমার গত মরসুমে আইএসএল ও সুপার কাপ মিলিয়ে মোট ১০ গোল করেন।
নন্দকুমার সেকর
নন্দকুমার সেকর
Published on

সদ্য সুপার কাপ জেতা ওড়িশা এফসির নন্দকুমারকে দলে সই করালো ইস্টবেঙ্গল। আগামী ৩ বছরের জন্য তাঁকে দলে নিল শতাব্দী প্রাচীন ক্লাব। নন্দকুমার গত মরসুমে আইএসএল ও সুপার কাপ মিলিয়ে মোট ১০ গোল করেন।

নন্দকুমার মূলত উইংয়ে খেলেন। তবে স্ট্রাইকারেও খেলতে পারেন তিনি। নন্দকুমার এবং মহেশ সিং জুটি বাঁধলে লাল হলুদে গোল করায় সাফল্য আসবে বলে মনে করছেন অনেকে।

নন্দকুমার দলে আসায় খুশি ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। তিনি জানান, ‘গত আইএসএল এবং সুপার কাপে খুব ভালো খেলেছে ও। আমরা ওকে দলে নিতে পেরে আনন্দিত। আশা করছি ও আমাদের দলে নির্ভরযোগ্য ভূমিকা পালন করবে।'

নন্দকুমারকে স্বাগত জানান ইমামি ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত মুখোপাধ্যায়ও। তাঁর কথায়, 'ইস্টবেঙ্গলে নন্দকুমারকে স্বাগত। নন্দকুমার এতদিন ভারতীয় ফুটবল আইএসএলে সাফল্যের সঙ্গে খেলেছে। ওর পারফরমেনসের জন্যই ওকে নেওয়া। আশা করি আমাদের কোচ কুয়াদ্রাতের হাতে পড়ে আরও বেশি ধারালো হবে।'

আইএসএলে প্রবেশের পর থেকেই ইস্টবেঙ্গল ফর্মের অভাবে ভুগছে। অভিষেক মরশুমে তারা ছিল লিগ টেবলের নয় নম্বরে। গত মরশুম তারা ছিল সর্বশেষ স্থানে, ১১ নম্বরে এ বার ফের সেই নয়ে। এখনও পর্যন্ত এর ওপরে উঠতে পারেনি লাল-হলুদ শিবির। আগামী মরসুমে ইস্টবেঙ্গল বেশ শক্তিশালী দল করবে এই বিষয়ে তারা আশাবাদী। কারণ গত মরসুমে ইস্টবেঙ্গল যেমন কম গোল করেছে, সবচেয়ে কম সুযোগও তৈরি করেছে। যেমন ক্লেটন সিলভা যেখানে ২০টি সুযোগ পেয়ে ১২টি গোল পেয়েছেন, মহেশ সেখানে ২৭টি গোলের সুযোগ তৈরি করে গোল পেয়েছেন মাত্র দুটি। এই তথ্য মাথায় রেখেই আগামী মরসুমের জন্য দল গড়তে চলেছে লাল-হলুদ শিবির। ফুটবলে সাফল্য পাওয়া অনেক সহজ হয় নিয়মিত গোল পেলে। তাই গোলের খরা কাটাতে গেলে আনতে হবে ভাল ও বিশেষজ্ঞ স্ট্রাইকার।

নন্দকুমার সেকর
অপেক্ষা আর কিছুদিন, এই ফুটবলারকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in