ওড়িশা এফসিকে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। তবে মহিলা ফুটবলে একদমই ভালো সময় যাচ্ছে না লাল হলুদের। মঙ্গলবার ঘরের মাঠে সেই ওড়িশা স্পোর্টসের কাছেই মহিলা আই লিগে গোলশুন্য ড্র করলো ইস্টবেঙ্গল। গোলের সুযোগ তৈরী হলেও দুটো দলই গোল করতে ব্যর্থ হয়।
গতকালই বাংলাদেশের সানজিদা আখতারের ইস্টবেঙ্গল জার্সিতে পেশাদার ফুটবলে অভিষেক হয়। ১০ নম্বর জার্সি পড়ে মাঠে নামেন তিনি। কলকাতায় এসে একটি প্রীতি ম্যাচে গোল করলেও ওড়িশার বিরুদ্ধে আটকে যান তিনি। তবে বেশ নজরকাড়া ফুটবল খেলেছেন তিনি।
বাংলাদেশের ময়মনসিংহের ধোবাউরাতে জন্ম সানজিদার। সেখানকার কালিসিন্দুর গভর্মেন্ট প্রাইমারি স্কুলের হয়ে তাঁর ফুটবল খেলা শুরু। পরবর্তী সময়ে তিনি খেলেছেন বসুন্ধরা কিংসের হয়ে।
সানজিদা বাংলাদেশের জাতীয় মহিলা দলের ফুটবলার। ২২ বছর বয়সি মাঝমাঠের এই ফুটবলার আক্রমণে সাহায্য করতে পারেন। বর্তমানে বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় সানজিদা। ২০২২ সালে বাংলাদেশে হয়ে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ে সানজিদার অবদান ছিল।
সানজিদা প্রথম নন, এর আগেও বাংলাদেশের একাধিক ফুটবলার ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন। তাঁরা সকলেই পুরুষ। সানজিদার জন্মস্থান ময়মনসিংহ থেকে ইস্টবেঙ্গলে খেলতে এসেছিলেন মণিভূষণ দত্ত রায়। তিনি ভানু নামেও পরিচিত। ইস্টবেঙ্গলের অধিনায়কও ছিলেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন