East Bengal: অনুশীলনে নেমেই অসুস্থ লাল হলুদের বিদেশী ভিক্টর

People's Reporter: কার্লস কুয়াদ্রাত জানান, ভিক্টর পেটের সমস্যায় কাহিল। তাই আমার নির্দেশেই ও অনুশীলন করেনি।
ভিক্টর ভাজকোয়েজ
ভিক্টর ভাজকোয়েজছবি - ইস্টবেঙ্গলের ফেসবুক পেজ
Published on

সিভেরিওর জায়গায় ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন স্প্যানিশ বিদেশি ভিক্টর ভাজকোয়েজ। কিন্তু অনুশীলনের প্রথমদিনেই অসুস্থ হয়ে পড়লেন তিনি। শোনা যাচ্ছে আবহাওয়া পরিবর্তনের জন্যই তিনি অসুস্থ হয়েছেন।

অনুশীলনের পর ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত জানান, "ভিক্টর পেটের সমস্যায় কাহিল। তাই আমার নির্দেশেই ও আর অনুশীলন করেনি। সুস্থ না হওয়া পর্যন্ত ওকে বিশ্রাম নিতে বলেছি।" সম্ভবত শনিবারের নর্থ ইস্ট ম্যাচেও তাকে পাওয়া পাওয়া যাবে না।

নর্থ ইস্ট আছে লিগ টেবিলের ৮ নম্বরে। আর ইস্টবেঙ্গল আছে ৯ নম্বরে। তবে শনিবার নর্থ ইস্টকে তাদের মাঠে হারানো বড় চ্যালেঞ্জ কুয়াদ্রাতের সামনে। শনিবার মাঠে নামার কথা সৌভিক চক্রবর্তীর। কার্ড সমস্যায় ডার্বি খেলতে পারেননি সৌভিক।

কুয়াদ্রাত আরও বলেন, "কোচ হিসেবে দলের সব খেলোয়াড়কেই সুযোগ দেওয়ার চেষ্টা করি আমি। সেই জন্য সঠিক সময় বাছাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের শিবিরে এমন একাধিক খেলোয়াড় আছে, যারা বেশি ম্যাচ খেলার সুযোগ পায় না। কিন্তু অনুশীলনে নিয়মিত খুব ভালো করে। ওরা খেলাটা ভাল বোঝে। আমি ঠিক কী চাই তা ওরা বোঝে। তাই দলের ছেলেদের নিয়ে আমি গর্বিত"।

ভিক্টর ভাজকোয়েজ
ICC Ranking: প্রথম ভারতীয় ফাস্ট বোলার হিসেবে ইতিহাস জসপ্রীত বুমরাহ-র!
ভিক্টর ভাজকোয়েজ
East Bengal: পরের মরসুমেও লাল-হলুদের কোচ কুয়াদ্রাত! ক্লাবের চা চক্রে কী জানালেন ইমামি কর্তা?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in