ডুরান্ড ফাইনালের পর ইস্টবেঙ্গল সমর্থকদের ওপর হামলার অভিযোগে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন লাল-হলুদ কর্তারা। পুলিশের সাহায্য না পেয়েই এই পদক্ষেপ করতে চলেছেন তাঁরা বলে জানা যাচ্ছে ক্লাব সূত্রে।
রবিবার ডার্বি তথা ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল ১-০ গোলে হেরে যায় মোহনবাগানের কাছে। ম্যাচের শেষে যুবভারতী স্টেডিয়াম সংলগ্ন কাদাপাড়া চত্বরে ইস্টবেঙ্গল সমর্থকদের লক্ষ্য করে ইট, লাঠি, রড নিয়ে হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে মোহনবাগান সমর্থকদের বিরুদ্ধে। পাশাপাশি জোর করে ক্লাবের জার্সি খুলে দেওয়া, এমনকি মহিলা সমর্থকদের অকথ্য ভাষায় আক্রমণ করেন মোহনবাগান সমর্থকরা বলে অভিযোগ। সেই সব টুকরো টুকরো ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (এই অভিযোগের সত্যতা যাচাই করে দেখেনি পিপলস রিপোর্টার)। এবার সেই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ লাল হলুদ কর্তারা।
সোমবার ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সরাসরি মোহনবাগানের দিকে অভিযোগের আঙুল তুলেছেন ইস্টবেঙ্গল কর্তারা। রবিবারের রাতের বেশ কিছু ভিডিয়ো ফুটেজও দেখান তাঁরা। লাল হলুদ কর্তারা প্রশ্ন করেন, মোহনবাগান কর্তাদের প্ররোচনামূলক মন্তব্যের জন্যই কি রক্ত ঝরছে ময়দানে?
বিধাননগর পুলিশ কমিশনারেটের ব্যর্থতায় এই ঘটনা আটকানো যাচ্ছে না বলে অভিযোগ ইস্টবেঙ্গল ক্লাবের। বিষয়টি দেখার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হতে চায় ক্লাব। একইসঙ্গে বিধাননগরের বিধায়ক সুজিত বসু এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকেও ঘটনাটি জানানো হবে বলে জানিয়েছেন কর্তারা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন