ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে তরুণ ফরোয়ার্ডকে কার্যত নিশ্চিত করে ফেলল ইস্টবেঙ্গল। চলতি আই লিগে আইজল এফসি’র জার্সিতে ঝড় তোলা লালরিনজুয়ালা লালবিয়াকনিয়াকে সুপার কাপেই দেখা যেতে পারে ইস্টবেঙ্গলের জার্সিতে।
আই লিগ জয়ী পাহাড়ি দলটির হয়ে চলতি আই লিগে ১১টি গোল করেছেন লালরিনজুয়ালা। মূলত মহামেডানের স্ট্রাইকার ডেভিডকে শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে টার্গেট করে ইস্টবেঙ্গল। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে না পাওয়ায় লাল-হলুদ কর্তারা আইজলের ফুটবলারটির জন্য ঝাঁপান। ইস্টবেঙ্গলের ডিফেন্স এবং মাঝমাঠ বিগত কয়েকটি মরসুমের তুলনায় কার্লেস কুয়াদ্রাতের হাতে পড়ে বেশ ভাল খেলছে। মাঝে ডিফেন্সের গোল খাওয়ার রোগ দেখা গেলেও তা এখন অনেকটাই কেটে গিয়েছে। গোল খাওয়ার সংখ্যাও লক্ষ্যণীয় কম। কিন্তু গোল করার লোকের যে অভাব রয়েছে। টানা চারটি ম্যাচে কোনও গোল খায়নি তারা।
কোচ গত কয়েকটি ম্যাচেই আগে-পরে বারবার বলেছেন, “আমাদের গোল করতে হবে, ম্যাচ জিততে হবে। শুধু গোল আটকালে চলবে না। গোল না করলে ম্যাচ জেতা যাবে না”।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন