আই লিগের দল শিলং লাজংয়ে কাছে ২-১ গোলে হেরে এবারের ডুরান্ড কাপ থেকে ছিটকে গেছে ইস্টবেঙ্গল। বুধবার শিলং শহরে কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে এক গোলে পিছিয়ে পড়ে লাল-হলুদ শিবির। দ্বিতীয়ার্ধে নন্দকুমারের গোলে সমতায় ফিরলেও শেষ রক্ষা হয়নি কুয়াদ্রাত বাহিনীর। শেষ পযর্ন্ত ১-২ গোলে ছিটকে যায় লাল-হলুদ।
এবারে ইস্টবেঙ্গলের নতুন পরীক্ষা। বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি হাউসে এএফসি চ্যালেঞ্জ লিগের ড্র হল। ইস্টবেঙ্গল রয়েছে গ্রুপ-এ-তে। তাদের প্রতিপক্ষ লেবাননের ক্লাব নেজমেহ এসসি, বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস ও ভুটানের ক্লাব পারো এফসি।
গ্রুপ পর্বে ৫টি গ্রুপের খেলা হবে। ২৬ অক্টোবর থেকে শুরু করে ২ নভেম্বর। গ্রুপ পর্ব থেকে ৮টি দল পরের রাউন্ডে যাবে। সেখানে থাকবে ওয়েস্ট জোনের তিন গ্রুপের জয়ীরা এবং রানার্সরা। ইস্ট জোনের দুটো দলের শীর্ষে থাকবে যে ২টো টিম তারা যাবে পরের রাউন্ডে।
২০২৫ সালের ৫-১৩ মার্চ অবধি হবে কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনাল ৯-১৭ এপ্রিল পর্যন্ত। ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ১০ মে। শেষবার ২০১৩ সালে ইস্টবেঙ্গল এই টুর্নামেন্টের সেমিফাইনালে যায় ট্রেভর জেমস মরগ্যানের কোচিংয়ে। সেটাই সবথেকে বড় সাফল্য লাল হলুদের। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে হারার পরে এই টুর্নামেন্টকে পাখির চোখ করছে টিম কুয়াদ্রাত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন