মাঝমাঠে বাড়তি গুরুত্ব, ATK-র প্রাক্তন মিডফিল্ডার কে নিতে মরিয়া ইস্টবেঙ্গল

২০১৬-১৭ সালে মুম্বই এফসিতে খেলেন হিতেশ। এরপর ২০১৭-২০ মরসুম অবধি এটিকেতে খেলেন। এরপর হায়দরাবাদ এফসিতে যান মিডফিল্ডার হিতেশ শর্মা।
হিতেশ শর্মা
হিতেশ শর্মাছবি - সংগৃহীত
Published on

আগামী মরসুমে শক্তিশালী দল গঠন করছে ইস্টবেঙ্গল। আইএসএলে গোল্ডেন গ্লাভস জয়ী গোলরক্ষক প্রভসুখন সিং গিলকে সই করিয়েছে লাল হলুদ ব্রিগেড। এবার ATK-র হয়ে আইএসএল খেলে যাওয়া মিডফিল্ডার হিতেশ শর্মাকে দলে নিতে চলেছে তারা।

২০১৬-১৭ সালে মুম্বই এফসিতে খেলেন হিতেশ। এরপর ২০১৭-২০ মরসুম অবধি এটিকেতে খেলেন। এরপর হায়দরাবাদ এফসিতে যান মিডফিল্ডার হিতেশ শর্মা। চন্ডীগর ফুটবল অ্যাকাডেমির প্রোডাক্ট এই হিতেশ। পরে টাটা ফুটবল অ্যাকাডেমিতেও খেলেছেন তিনি। যদিও ২০২৪ পর্যন্ত হিতেশের সঙ্গে চুক্তি রয়েছে হায়দরাবাদের এফসির। তাই এই পরিস্থিতিতে তাঁকে দলে নিতে হলে ট্রান্সফার ফি দিতে হবে ইস্টবেঙ্গলকে কিংবা লোনের মাধ্যমে তাঁকে দলে নেওয়া যেতে পারে।

গত মাসে সিনিয়র ডিফেন্ডার হরমনজ্যোৎ সিং খাবরা, মান্দার রাও দেশাই ও রাইট ব্যাক এডুইন ভন্সপলকে নেয় ইস্টবেঙ্গল। তার দু’দিন আগে ফরোয়ার্ড হাভিয়ে সিভেরিও ও সেন্ট্রাল মিডফিল্ডার সল ক্রেসপোকে সই করায় কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব। এছাড়া হায়দরাবাদ এফসি থেকে স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরা গঞ্জালেস, সফল ভারতীয় উইঙ্গার নন্দকুমার শেখর, ডিফেন্ডার নিশু কুমারকেও সই করিয়েছে।

গত মরশুমে আইএসএলে ন’নম্বরে থেকে লিগ শেষ করার পর দলের এক ঝাঁক ফুটবলারকে ছেড়ে দেয় এই ক্লাব। ভারতীয় ফুটবলার জেরি লালরিনজুয়ালা, সেম্বয় হাওকিপ, সুমিত পাসি, শুভম সেন, নবীন কুমার, অমরজিৎ সিং কিয়াম ও হীমাংশু জাঙরা এবং বিদেশি ফুটবলার অ্যালেক্স লিমা, চ্যারিস কিরিয়াকু, জেক জার্ভিস ও জর্ডন ও’ডোহার্টিকে বিদায় দেয় তারা। ফলে আগামী মরশুমের জন্য কার্যত নতুন দল গঠন করতে চলেছে লাল-হলুদ ব্রিগেড।

হিতেশ শর্মা
Mohun Bagan: অনিরুদ্ধ থাপাকে দলে নিতে মরিয়া মোহনবাগান

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in