টানা তিনটি আইএসএলে ব্যর্থ হয়েছে ইস্টবেঙ্গল। এবার ঘুরে দাঁড়াতে চায় লাল হলুদ দল। সেই কারণে আসন্ন মরসুমে শক্তিশালী দল গঠনের দিকে নজর দিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। এবার মোহনবাগানের বিদেশী ডিফেন্ডার স্লাভকো ড্যামজানোভিচের দিকে নজর লাল হলুদের।
সম্প্রতি স্লাভকোর করা একটি পোস্ট নিয়েই সেই জল্পনা শুরু হয়। সূত্রে জানা যাচ্ছে, ইস্টবেঙ্গলের থেকে প্রস্তাব পেয়েছেন তিনি। যদিও কোনও পক্ষই এই ব্যাপারে কিছু জানায়নি।
দল বদলের বাজারে নানা ধরনের জল্পনার কথা শোনা যায়। তবে মোহনবাগান এখনই স্লাভকোকে ছাড়তে রাজি কিনা তা এখনও জানা যায়নি। তবে ফুটবলারের পোস্ট দেখে তেমনটাই মনে করা হয়েছিল। ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট করেন সবুজ মেরুন সেন্টার ব্যাক স্লাভকো ড্যামজানোভিচ৷
অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেসন কামিন্সের সঙ্গে কথাবার্তা হয়েছে সবুজ মেরুনের। কিন্তু তিনিই চূড়ান্ত কিনা তা এখনও জানা যায়নি। নতুন মরসুমে দল খেলবে মোহনবাগান সুপার জায়ান্টস নামে। আর এই মুহূর্তে নিজের সোশ্যাল মিডিয়াতে ইঙ্গিতপূর্ণ পোস্ট করে রীতিমতো চর্চায় উঠে এসেছেন স্লাভকো।
প্রসঙ্গত, এটিকে-মোহনবাগান জার্সি গায়ে শেষ মরশুমে বেশ ভাল পারফর্ম করছেন তিনি। শুধু তাই নয়, ডার্বিতে গোলও পেয়েছেন। রক্ষণভাগে দলকে ভরসাও যুগিয়েছেন সমানভাবে। ইস্টবেঙ্গল কর্তারা এই মুহূর্তে আগামী ১৩ মে ইস্টবেঙ্গল ক্লাবে সলমন খানের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। এরপরই জোরকদমে দলগঠনের জন্য মাঠে নামবেন তাঁরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন